বাড়ি বসে ফ্লিপকার্ট দিচ্ছে কাজ, 10th কিংবা 12th পাশ হলে 30,000 মাসিক আয় – Flipkart Work From Home

Flipkart Work From Home: বর্তমানে কাজ খোঁজার পথে যারা রয়েছেন এবং পরীক্ষা বা ইন্টারভিউ না দিয়ে সরাসরি কাজ পেতে আগ্রহী হলে, তাঁদের জন্য দারুণ সুযোগ নিয়ে এল দেশের অন্যতম জনপ্রিয় ই-কমার্স সংস্থা Flipkart। এই কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালের জন্য বিশাল সুযোগ তৈরি হয়েছে, যেখানে ১০ম কিংবা ১২শ পাস প্রার্থীদের জন্য কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই সরাসরি কাজের সুযোগ দেওয়া হবে।

এদিকে জানা যায়,  Flipkart-এর এই নিয়োগে রয়েছে দুই ধরনের কজাের সুযোগ—একদিকে রয়েছে Work From Home কাজের সুবিধা, অন্যদিকে রয়েছে অন-সাইট লোকেশন ভিত্তিক কাজ, যার প্রতিটির জন্যই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা যায় ।

সম্পর্কিত পোস্ট

Money Making Tips :মাত্র ১০০ টাকার জিনিস ৭০০ টাকায় বিক্রি, দারুণ ব্যবসার আইডিয়া

Flipkart Job 2025 – কী ধরনের চাকরির অফার করছে ফ্লিপকার্ট?

Flipkart ২০২৫ সালে যে সমস্ত কাজের জন্য লোক চাওয়া হচ্ছে , তার মধ্যে উল্লেখযোগ্য কিছু পদ হলো—

  1. প্যাকিং এক্সিকিউটিভ
  2. ওয়্যারহাউস সহকারী
  3. কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ
  4. ডেটা এন্ট্রি অপারেটর (Work From Home)
  5. ডেলিভারি সাপোর্ট এক্সিকিউটিভ
  6. পণ্য রিটার্ন এবং ইনভেন্টরি কন্ট্রোল

এই সব পদে সুযোগের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে শুধু মাধ্যমিক (১০ম) বা উচ্চমাধ্যমিক (১২শ) পাশ। তবে এর বেশি শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়, ফলে গ্রামীণ যুবকরাও সহজেই আবেদন জানাতে পারবেন।

পরীক্ষার ঝামেলা নেই, সরাসরি নিয়োগ!

তাই Flipkart-এর এই নিয়োগ প্রক্রিয়ার সবচেয়ে বড় দিক হলো—কোনো লিখিত পরীক্ষা বা কঠিন ইন্টারভিউ দিতে হবে না। প্রার্থীদের শুধু নিজের নথিপত্র (ডকুমেন্ট) যথাযথভাবে আপলোড করলেই হবে এবং নির্ধারিত তথ্য দিয়ে অনলাইন ফর্ম পূরণ করে নিতে হবে।

এর পরে কোম্পানির তরফে সরাসরি ফোন/ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করা হতে পারে। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং টেলিফোনিক ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করে সুযোগ দেওয়া হবে। তবে এক্ষেত্রে বহু জালিয়াতি বা প্রতারণার ফাঁদ রয়েছে। অফিসিয়াল যোগাযোগ ছাড়া পা বাড়াবেন না। অর্থ দেওয়া থেকে বিরত থাকবেন

বয়সসীমা কত?

যাঁরা এই কাজের জন্য আবেদন করতে ইচ্ছুক, তাঁদের বয়স কমপক্ষে ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত সুযোগ পাবেন। এই বয়স ও যোগ্যতার মধ্যে থাকা যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন।

কোনো আবেদন ফি

এদিকে Flipkart-এর তরফে স্পষ্ট ভাবে জানানো হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের আবেদন ফি জমা দিতে হবে না। অনেক ভুয়ো সাইট বিভিন্ন চাকরির নাম করে টাকা দাবি করে থাজে—এগুলো থেকে সাবধান থাকা দরকার। শুধুমাত্র Flipkart-এর অফিশিয়াল ওয়েবসাইট মাধ্যমেই আবেদন করতে হবে।

Work From Home Job: ঘরে বসেই মাসে ৩০,০০০ টাকা পর্যন্ত আয়

যাঁরা বাড়ি থেকে কাজ করতে আগ্রহী, তাঁদের জন্য Flipkart নিয়ে এসেছে Work From Home কাজের দারুণ সুযোগ। এখানে মূলত নিচে কয়েক ধরনের কাজ দেওয়া হয়:

  1. পণ্য প্যাকিং ডেটা এন্ট্রি
  2. কাস্টমার কেয়ার কল
  3. অনলাইন চ্যাট সাপোর্ট
  4. অর্ডার প্রসেসিং ও কনফার্মেশন

এই ধরনের কাজের জন্য প্রয়োজন নেই কোনো অভিজ্ঞতারও তবে থাকলে ভালো। শুধুমাত্র একটা স্মার্টফোন/কম্পিউটার,ভালো ইন্টারনেট কানেকশন এবং কাজ করার আগ্রহ থাকলেই যথেষ্ট হবে।

কত টাকা স্যালারি পাওয়া যাবে?

Flipkart-এর তরফে জানা যায়, Work From Home এবং অন্যান্য পদে মাসিক বেতন ₹২৫,০০০ থেকে ₹৩০,০০০ পর্যন্ত হতে পারে তবে তা ফিক্সড নয়। বিভিন্ন কাজ অনুযায়ী বেতন পরিবর্তিত হতে পারে সময় সাপেক্ষে।

এছাড়াও, কোম্পানি কিছু ক্ষেত্রে অতিরিক্ত ইনসেনটিভ ও পারফরমেন্স বোনাসও দিয়ে থাকে, যার মাধ্যমে একজন কর্মী প্রতি মাসে ₹৩৫,০০০ থেকে ₹৪০,০০০ পর্যন্ত আয় করার সুযোগ পায়।

আবেদন প্রক্রিয়া কীভাবে সম্পূর্ণ করবেন?

অনলাইনে আবেদন করার ধাপ:

  • Flipkart-এর অফিসিয়াল ওয়েবসাইটে (https://www.flipkartcareers.com) যেতে হবে।
  • এরপর মেনুতে গিয়ে “Work From Home” অথবা “Warehouse Jobs” বিভাগে ক্লিক করতে হবে।
  • আপনার প্রয়োজন অনুযায়ী পদ নির্বাচন করতে হবে ।
  • আবেদন ফর্ম পূরণ করতে হবে – নাম, মোবাইল নম্বর, ইমেল, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি।
  • প্রাসঙ্গিক ডকুমেন্ট আপলোড করতে হবে (আধার কার্ড, ভোটার আইডি, মার্কশিট ইত্যাদি)।
  • সবশেষে সাবমিট করতে হবে ।

অ্যাপ্লিকেশন সফলভাবে জমা দেওয়ার পর, আপনাকে SMS বা Email-এ একটি কনফার্মেশন দেওয়া হয়ে থাকে।

প্রয়োজনীয় ডকুমেন্টস

আবেদন করার জন্য প্রার্থীদের নীচের নথিপত্র প্রস্তুত রাখতে হবে:

  1. আধার কার্ড / ভোটার কার্ড
  2. মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের মার্কশিট সমূহ
  3. পাসপোর্ট সাইজ রিসেন্ট ছবি
  4. মোবাইল নম্বর এবং ইমেল আইডি বৈধ
  5. ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস (বেতন পাওয়ার জন্য)

কোন কোন রাজ্যে এই নিয়োগ হবে?

Flipkart এর নিয়োগ হবে ভারতের প্রায় সব রাজ্য থেকে। বিশেষ করে নিচের রাজ্যগুলোতে নিয়োগের পরিমাণ বেশি রয়েছে :

  • পশ্চিমবঙ্গ
  • বিহার
  • ঝাড়খণ্ড
  • ওড়িশা
  • উত্তরপ্রদেশ
  • রাজস্থান
  • মধ্যপ্রদেশ
  • তামিলনাড়ু
  • মহারাষ্ট্র

Work From Home সুযোগ-এর ক্ষেত্রে সর্বভারতীয় স্তরে আবেদন গ্রহণযোগ্য হবে।

চাকরি খোঁজা বন্ধ করুন, আজই আবেদন করুন

পরিশেষে বলা যায়, বর্তমানে Flipkart-এর এই সুযোগ কর্মসংস্থানের বাজারে একটি বড় সুযোগ হতে চলেছে । যারা কম শিক্ষাগত যোগ্যতা নিয়ে কাজ খুজে থাকেন অথবা বাড়িতে বসে কাজ করার সুযোগ চান অথবা প্রথম চাকরি হিসেবে কিছু শুরু করতে ইচ্ছুক—তাঁদের জন্য এই সুযোগ একদম উপযুক্ত হতে পারে।

আরও পড়ুন

আপনার এলাকায় নতুন ব্যবসা! দৈনিক আয় ₹৫,০০০ টাকা, এখনই শুরু করুন - Tiny House Business Idea

Leave a Comment

error: Content is protected !!