পুজোর আগে লক্ষীর ভান্ডার ও অন্যান্য প্রকল্প নিয়ে বিরাট সুসংবাদ! নবান্ন থেকে নোটিশ জারি – WB Lakshmir Bhandar Payment Update

WB Lakshmir Bhandar Payment Update:  পুজোর আগে রাজ্য সরকারের দারুণ সুসংবাদ। রাজ্যের সরকারি কর্মচারী থেকে পেনশনভোগী এমনকি সমাজকল্যাণ প্রকল্পের উপভোক্তাদের জন্য পুজোর ঠিক আগে এসেছে একগুচ্ছ আর্থিক ঘোষণার ভালো বার্তা।  এদিকে রাজ্যের অর্থ দপ্তর সম্প্রতি এক সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করে স্পষ্ট করে দিয়েছে, কবে কোন প্রকল্পের টাকা বা বেতন গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে চলেছে। টদিকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে উপভোক্তাদের জন্য পুজোর আগে বিরাট সুসংবাদ দিয়েছেন রাজ্য সরকার। 

উৎসবের মরসুমে সরকারি ছুটি: আগাম ব্যবস্থা নিল নবান্ন

নবান্ন বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি মাসের ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর ২০২৫ পর্যন্ত রাজ্য সরকারি অফিসগুলি বন্ধ থাকতে চলেছে দুর্গাপুজোর ছুটি উপলক্ষে। এই দীর্ঘ ছুটির কারণে যাতে কোনও শ্রেণির ভাতা ও বেতন পেতে সমস্যায় না হয়, তা নিশ্চিত করতেই আগাম আর্থিক লেনদেনের ব্যবস্থা নিয়েছে মমতা সরকার।

সম্পর্কিত পোস্ট

Money Making Tips :মাত্র ১০০ টাকার জিনিস ৭০০ টাকায় বিক্রি, দারুণ ব্যবসার আইডিয়া

পুজোর আগেই মিলবে সেপ্টেম্বর মাসের বেতন ও ভাতা

এদিকে রাজ্য সরকার ঘোষণা করেছেন, সমস্ত রাজ্য সরকারি কর্মচারী, সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলির কর্মীগন এবং যারা সাম্মানিক বা স্টাইপেন্ড পেয়ে থাকেন, তাঁদের সেপ্টেম্বর মাসের বেতন, ভাতা ও মজুরি আগেই মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

প্রদান তারিখ:

  • ২৪ ও ২৫ সেপ্টেম্বর ২০২৫
    এই দুই দিনের মধ্যে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে বেতনের টাকা জমা পড়ে যাবে।

এর ফলে সরকারি কর্মচারী মহলের মধ্যে ব্যাপক স্বস্তি দিয়েছে। তাঁরা এবার উৎসবের আগে প্রয়োজনীয় কেনাকাটা থেকে শুরু করে ভ্রমণ, বা অন্যান্য পরিকল্পনা সহজেই করতে পারবেন।

পেনশনের টাকাও মিলবে নির্ধারিত দিনে

শুধু তাই হয়, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য রাজ্য সরকার নিশ্চিত করেছে যে তাঁদের সেপ্টেম্বর মাসের পেনশনও সময়মতো মিটিয়ে দেওয়া হতে চলেছে।

প্রদান করার তারিখ:

  • ১ অক্টোবর ২০২৫

পেনশনপ্রাপকেরা তাঁদের মাসিক পেনশনের টাকা নির্দিষ্ট দিনে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন।

লক্ষ্মীর ভান্ডার: কবে জমা হবে সেপ্টেম্বর মাসের টাকা?

সবশেষে বড় কথা হলো, রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা প্রকল্প ‘লক্ষ্মীর ভান্ডার’। এই প্রকল্পের অধীনে রাজ্যের কোটি কোটি মহিলা প্রতি মাসে আর্থিক সহায়তা পেতে চলেছেন। পুজোর আগে এই প্রকল্পের টাকা সময়মতো না পৌঁছলে অনেকেই সমস্যায় পড়তে পারেন। এর ফলে এই প্রকল্পের টাকার নির্দিষ্ট সময়ে পাচ্ছেন কিনা তা জানার জন্যই উপভোক্তাদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে।

নবান্ন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে,
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সুবিধাভোগীদের অ্যাকাউন্টে জমা হবে –

  • ১ অক্টোবর ২০২৫
    এই তারিখে DBT (Direct Benefit Transfer)-এর মাধ্যমে টাকা জমা পড়তে পারে।

জয় বাংলা এবং অন্যান্য DBT প্রকল্পের টাকা

শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, অন্যান্য DBT প্রকল্প যেমন –

  • জয় বাংলা প্রকল্প
  • কন্যাশ্রী প্রকল্প
  • বার্ধক্য ভাতা প্রকল্প
  • বিধবা ভাতা প্রকল্প

এসবেরও টাকা ১ অক্টোবর ২০২৫ তারিখে সংশ্লিষ্ট উপভোক্তার অ্যাকাউন্টে জমা দেওয়া হতে চলেছে বলে জানা যায়।

সরকারি নির্দেশ: আগেভাগে বিল জমা দেওয়ার ব্যবস্থা

এই সমস্ত অর্থ লেনদেন সময়মতো নিশ্চিত করতে রাজ্য অর্থ দপ্তর নয়া নির্দেশ দিয়েছে, প্রতিটি বিভাগ ও ট্রেজারিকে আগেভাগে বিল ও অ্যাডভাইস জমা দেওয়ার ব্যবস্থা করতে হবে। যেন নির্ধারিত তারিখের মধ্যে কোনও বিল বা ভাতার টাকা আটকে না পড়ে যায়।

মানুষের স্বস্তি, সরকারের দায়িত্ববোধ

রাজ্য সরকারের এই সিদ্ধান্তে যেমন সাধারণ মানুষ স্বস্তি এসেছে, পাশাপাশি সরকারের এই দায়িত্বশীল পদক্ষেপ হিসেবে একে দেখা হচ্ছে। উৎসবের সময় মানুষ যেন আর্থিক সমস্যায় না পড়ে থাকেন, তা নিশ্চিত করতেই এই আগাম পরিকল্পনা করা হয়েছে। এক্ষেত্রে বেতন, পেনশন, ভাতা এবং সমাজকল্যাণ প্রকল্পের টাকা যথাসময়ে পৌঁছে গেলে রাজ্যের অর্থনীতি ও সামগ্রিক খুশির মাত্রাও অনেকটাই বেড়ে যাবে বলে অভিজ্ঞ মহলের দাবি।

লক্ষ্মীর ভান্ডারের টাকা সময়মতো মিলবে

তাই নবান্নর এই বিজ্ঞপ্তির ফলে পরিষ্কার হচ্ছে যে– পুজোর আগে সমস্ত আর্থিক সহায়তা ঠিকঠাক মতো হাতে পাবেন সমস্ত উপভোক্তারা। বিশেষ করে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর, যা রাজ্যের একাধিক মহিলার প্রধান সহায়তার উৎস হয়ে দাড়িয়েছে, এর টাকা ১ অক্টোবর অ্যাকাউন্টে ঢুকবে বলে নিশ্চিত হওয়ায় সাধারণ মানুষ অনেকটাই নিশ্চিন্তে রয়েছেন। রাজ্যের লক্ষ লক্ষ মহিলা উপভোক্তা এই টাকায় যেমন নিজের ও পরিবারের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করেন, তেমনই এই টাকাই তাঁদের আর্থিক স্বাধীনতা ও আত্মবিশ্বাসের মূল শক্তি হতে পারে।

তবে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি না, তা ১ অক্টোবরের পর নিজে একবার চেক করে নেওয়া উচিত।  যদি কোনও অসুবিধা থাকে বা ব্যত্যয় হয়, সেক্ষেত্রে স্থানীয় ব্লক অফিসে যোগাযোগ করতে পারেন।

আরও পড়ুন

আপনার এলাকায় নতুন ব্যবসা! দৈনিক আয় ₹৫,০০০ টাকা, এখনই শুরু করুন - Tiny House Business Idea

Leave a Comment

error: Content is protected !!