সরকার দিচ্ছে লাখ লাখ টাকা! সুদ একটাকাও নয়! আকাশে বাতাসে খুশির সংবাদ – Business Loan By Government

Business Loan By Government:  আপনি কি স্বপ্ন দেখছেন নিজস্ব ব্যবসার? কিন্তু হাতে পুঁজি নেই? ঠিক এমন পুঁজির অভাবে থমকে রয়েছে বহু পরিকল্পনা। দেশজুরে এমন বহু বেকার যুবক ও মহিলা রয়েছেন যাঁদের মধ্যেও আছে বহু দক্ষতা, আছে নানা উদ্যোগ, কিন্তু অর্থের অভাবে শুরু করতে পারছেন না নিজের ছোটখাটো ব্যবসা। তাঁদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে এক রাজ্য সরকার। ‘রাজীব যুব প্রকল্প’-এর আওতায় এবার মিলবে লক্ষাধিক টাকার ঋণ, তাও আবার কোনো রকম সুদ ছাড়াই!

এই প্রকল্পের বিশেষ আকর্ষণ হল, ঋণের বড় একটা অংশ সরকার নিজেই ভর্তুকিও দিয়ে দেবে, এর ফলে ফেরত দিতে হবে আসলেরও অনেক কম টাকা।এক্ষেত্রে মহিলাদের জন্য থাকছে বিশেষ ছাড় এবং সংরক্ষণ সুবিধা। এই উদ্যোগের মাধ্যমে যুব সমাজকে আরও স্বনির্ভর ও আত্মনির্ভর করে তুলতে চাইছে সংশ্লিষ্ট সরকার।

সম্পর্কিত পোস্ট

Money Making Tips :মাত্র ১০০ টাকার জিনিস ৭০০ টাকায় বিক্রি, দারুণ ব্যবসার আইডিয়া

রাজীব যুব প্রকল্প: কি এই প্রকল্প?

সাধারণত ‘রাজীব যুব প্রকল্প’ হল ওই রাজ্য সরকারের একটি নতুন প্রকল্প, যার উদ্দেশ্য হল রাজ্যের বেকার যুবক-যুবতীদের নিজের পায়ে দাঁড় করোনার জন্য সহায়তা প্রদান এবং রাজ্যের সামগ্রিক অর্থনীতিতে তাঁদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাও অন্যতম লক্ষ্য।

এই প্রকল্পের মাধ্যমে কোনো দোকান, জমি বা মেশিন ছাড়াও শুরু করা যাবে ছোটখাটো ব্যবসা। চাই শুধু আপনার একটুখানি পরিকল্পনা আর ইচ্ছাশক্তি।

ঋণের পরিমাণ: কত টাকা পাওয়া যাবে?

বড় কথা হলো, এই প্রকল্পের মাধ্যমে একজন ব্যক্তি সর্বনিম্ন ১ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে পারেন। এই ঋণ দেওয়া হবে তিনটি ক্যাটাগরিতে ভাগ করে—

  • ক্যাটাগরি ১: ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। এখানে ৮০ শতাংশ পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে। অর্থাৎ, এই ক্যাটাগরিতে সরকার দেবে ৮০,০০০ টাকা, আর আবেদনকারীকে ফেরত দিতে হবে মাত্র ২০,০০০ টাকা। কোনো সুদ নয়।
  • ক্যাটাগরি ২: ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকার মধ্যে ঋণ। এখানে ৭০ শতাংশ ভর্তুকি দেবে সরকার বাকি ফেরত।
  • ক্যাটাগরি ৩: ২ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে ৬০ শতাংশ ভর্তুকি পাওয়া যাবে বাকি সুদ হীন ভাবে ফেরত।

অর্থাৎ, সরকারি ভর্তুকির পরিমাণ যত বেশি, আবেদনকারীর দায় তত কম হয়ে থাকে। এর ফলে বেকার যুব সমাজের উপর আর্থিক চাপ অনেকটাই কমে যাবে।

মহিলাদের জন্য বিশেষ সুযোগ

এই প্রকল্পে মহিলা আবেদনকারীদের জন্য রয়েছে একাধিক সুবিধাও

  • ২১ থেকে ৬০ বছর বয়সী মহিলারা এই প্রকল্পে আবেদন জানাতে পারেন।
  • গ্রামীণ মহিলাদের জন্য থাকছে বিশেষ অগ্রাধিকার সুবিধা। 
  • মোট ঋণের ২৫ শতাংশ সংরক্ষিত থাকবে শুধুমাত্র গ্রামীণ মহিলা প্রার্থীর জন্য।
  • বিধবা এবং একক মহিলাদের জন্য থাকছে অতিরিক্ত সুবিধা ও অগ্রাধিকার সুবিধাও।

এই প্রকল্প বাস্তবায়িত হলে, মহিলাদের মধ্যে স্বনির্ভরতার পরিসর যেমন একদিকে বাড়বে, তেমনই পরিবার ও সমাজে তাঁদের ভূমিকা আরও দৃঢ় হতে পারে।

এই প্রকল্পের গুরুত্ব

বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে স্বনিযুক্তি তথা নিজের ব্যবসা গড়ে তোলাই বেকার সমস্যার অন্যতম সমাধান হতে পারে । যদিও কেন্দ্রীয় ও রাজ্য সরকার যৌথভাবে বহু প্রকল্প চালু করলেও, অধিকাংশ ক্ষেত্রেই পুঁজি বা সুদের চাপে সাধারণ মানুষ সেই সুবিধা নিতে অক্ষম হয়ে পরে।

‘রাজীব যুব প্রকল্প’-এর অন্যতম বৈশিষ্ট্য হল:

  • সুদ ছাড়াই ঋণ প্রদান করা হয়
  • সরকারি ভর্তুকি থাকে প্রচুর 
  • প্রশিক্ষণ ও গাইডেন্স প্রদান করে 
  • মহিলাদের জন্য আলাদা সংরক্ষণ ও সহায়তা দিয়ে থাকে
  • সরকারি স্বীকৃত লোনের আওতায় সহজ কিস্তিতে পরিশোধ সুবিধা 

কাদের জন্য এই প্রকল্প?

এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারবেন—

  • ওই রাজ্যের স্থায়ী বাসিন্দা যাঁদের বয়স ২১ থেকে ৬০ বছরের মধ্যে রয়েছে
  • যাঁরা বেকার, কিন্তু ব্যবসা করার ইচ্ছা আছে
  • যাঁদের নামে কোনও বড় ঋণে নেই
  • যাঁদের ভবিষ্যৎ পরিকল্পনা বা বিজনেস আইডিয়া আছে

আবেদন প্রক্রিয়া কীভাবে?

এখনো পর্যন্ত এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া পুরোটাই অফলাইনের মাধ্যমে পরিচালিত করা হচ্ছে বলে জানা যায়, তবে খুব শীঘ্রই অনলাইন পোর্টাল চালু হতে পারে। এই প্রকল্প তেলেঙ্গানা রাজ্য সরকার চালু করেছে তাই আবেদন পদ্ধতি সেই রাজ্যে চালু আছে।

সাধারণত নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করে আবেদন করতে হবে:

  1. স্থানীয় BDO অফিসে যোগাযোগ করতে হবে 
  2. প্রাথমিক আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে 
  3. ব্যবসার পরিকল্পনা সংক্রান্ত প্রজেক্ট রিপোর্ট তৈরি করতে হবে
  4. প্রয়োজনীয় নথি (আধার, রেশন কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ছবি) জমা দিতে হবে
  5. উপযুক্ত যাচাইয়ের পরে ঋণ অনুমোদন হয়ে থাকে
  6. ভর্তুকি সংক্রান্ত তথ্য ফর্মেই জানানো হবে

ভবিষ্যতের পথে এক সাহসী পদক্ষেপ

সবশেষে বলা যায় ‘রাজীব যুব প্রকল্প’ কেবলমাত্র একটি লোন প্রকল্প নয়, এটি ভবিষ্যতের জন্য এক বড় সম্ভাবনার দরজা খুলে দিতে চলেছে। পুঁজি নেই বলে যারা থেমে আছেন, তাঁদের জন্য এটি এক নতুন সূচনা হতে পারে।

বিশেষ করে মহিলাদের জন্য এই প্রকল্প এক চূড়ান্ত সুযোগ হতে পারে। স্বনির্ভরতা শুধু একজন নারীর জন্য নয়, একটি পরিবারের, একটি সমাজের, একটি জাতির উন্নয়নের সূচনাও বটল।

এই প্রকল্প যেহেতু তেলেঙ্গানা রাজ্য সরকার চালু করেছে তাই কেবল সেখানকার বাসিন্দারা সুযোগ পাবে।পরবর্তীতে অন্য রাজ্যে চালু হলে জানিয়ে দেওয়া হবে। 

আরও পড়ুন

আপনার এলাকায় নতুন ব্যবসা! দৈনিক আয় ₹৫,০০০ টাকা, এখনই শুরু করুন - Tiny House Business Idea

Leave a Comment

error: Content is protected !!