Aadhaar Card Value in Citizenship: ভারতের ১.৪০ বিলিয়ন মানুষের জন্য একই সাধারণ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে — “আধার কার্ড থাকলেই কি আপনি ভারতীয় নাগরিক?” — এই প্রশ্নটা আবার নতুন করে আলোচনার কেন্দ্র হয়ে দাড়িয়েছে সুপ্রিম কোর্টের এক সাম্প্রতিক রায়কে কেন্দ্র করে। বর্তমানে আমাদের দেশে আধার কার্ড প্রায় প্রতিটি সরকারি পরিষেবার সঙ্গে বাধ্যতামূলকভাবে সংযুক্ত থাকলেও, সুপ্রিম কোর্ট তা একেবারে স্পষ্ট করে দিল। আজকে স্পষ্টভাবে জানিয়ে দিল যে আধার কার্ডের ভুমিকা কী
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ: নাগরিকত্ব ≠ আধার
আজ ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর, বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ এক মামলার শুনানিতে ফের স্পষ্ট করে দেন, “আধার কার্ড ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয়। এটি শুধুমাত্র পরিচয় সনাক্তকরণের একটি উপায় মাত্র।”
সম্পর্কিত পোস্ট
দেশে শুরু হচ্ছে ডিজিটাল জনগণনা, স্মার্টফোনে তুলবে তথ্য! কী কী তথ্য নেওয়া হবে? - Digital Census In Indiaতবে বিহারের ভোটার তালিকায় বিশেষ সংশোধন (SIR) এর ক্ষেত্রে আধার কার্ডকে ১২তম প্রমাণপত্র হিসাবে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হলেও, আদালত স্পষ্টভাবে জানিয়ে দেয় যে, ভোটার কার্ড এবং নাগরিকত্বের মধ্যে মৌলিক পার্থক্য আছে।
এমনকি ২০১৮ সালের আধার মামলায় (Justice K.S. Puttaswamy vs Union of India) সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয়, UIDAI কর্তৃক ইস্যুকৃত আধার কার্ড কেবলমাত্র একটি ডিজিটাল পরিচয় হবে এবং এটি নাগরিকত্ব প্রতিষ্ঠার উপযুক্ত নথি হবে না।
তাহলে কীভাবে প্রমাণ হবে আপনি ভারতীয় নাগরিক?
এটাই মূল সমস্যা। আজকের দিনে আধার, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড— সবই সরকারি নথি হিসেবে গণ্য হলেও, কিন্তু এগুলোর কোনোটিই নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয় বলে আদালত স্পষ্ট করে দেয়।
নাগরিকত্ব প্রমাণ করার জন্য আদর্শ নথি কী হতে পারে?
- জন্ম শংসাপত্র (১৯৫৫ সালের নাগরিকত্ব আইন অনুযায়ী, ভারতের মাটিতে জন্ম হওয়া ও তা প্রমাণ করা হলে নাগরিকত্ব স্বীকৃত দেওয়া হবে)
- পিতা-মাতার নাগরিকত্বের প্রমাণ থাকলে
- নাগরিকত্ব সনদ (Naturalization, Registration) থাকলে
- পূর্ববর্তী পাসপোর্ট বা নাগরিকত্ব সংক্রান্ত সরকারি আদেশ অনুযায়ী
এই নথিগুলি ছাড়া, সাধারণত নাগরিকত্ব প্রমাণ করা কঠিন হয়ে যাবে।
সরকারি নীতিতে দ্ব্যর্থকতা: আধার বাধ্যতামূলক, কিন্তু প্রমাণ নয়?
সরকার প্রায় প্রতিটি পরিষেবার ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করে তুলেছে ঠিকই কিন্তু নাগরিকত্ব নয়। খাদ্যশস্য বিতরণে রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তকরণ থেকে শুরু করে আয়কর রিটার্ন জমায় প্যান-আধার লিঙ্কিং, এমনকি স্কুলে ভর্তি, বাচ্চার জন্মনিবন্ধন করা, গ্যাস সংযোগ নেওয়া, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা— সব ক্ষেত্রেই আধার অপরিহার্য একটি নথি ।
তবে যখনই নাগরিকত্বের প্রমাণের কথা আসে, তখন বলা হচ্ছে আধার কার্ড যথেষ্ট নয়।
এই দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলছেন আইনজীবী ও নাগরিক অধিকার কর্মীগন। অনেকেই বলছেন, “সরকার আধারকে বাধ্যতামূলক করেছে অথচ নাগরিকত্ব প্রমাণে তার স্বীকৃতি একদমই নেই — এটা সংবিধানবিরোধী নয় কি?”
বম্বে হাইকোর্ট আগেই জানিয়েছিল: আধার ≠ নাগরিকত্ব
সুপ্রিম কোর্টের আগেই বম্বে হাইকোর্ট ২০২২ সালে একটি মামলায় জানিয়েছিল, “প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড ইত্যাদি নথি কেবলমাত্র নাগরিকের পরিচয় প্রমাণের জন্য ব্যবহার করা যেতে পারে। নাগরিকত্ব প্রমাণের জন্য নয়।”
তবে এই রায় তখন তেমন গুরুত্ব না পেলেও, বর্তমানে এটি ফের আলোচনায় উঠে এসেছে। কারণ এখন সরকারি পর্যায়ে আধার ও ভোটার কার্ডকে একত্রিত করার প্রবণতাও বাড়ছে।
আধার-ভোটার লিঙ্কিং: কী উদ্দেশ্য, কী বিপদ?
সরকার একদিকে বলছে, ভোটার তালিকায় ভুয়ো নাম রোধ করার জন্য আধার-ভোটার সংযুক্তকরণ দরকার আছে। অন্যদিকে, অনেকের আশঙ্কা, এটি নাগরিকত্ব যাচাইয়ের গোপন প্রক্রিয়া হয়ে দাঁড়াতে পারে।
এদিকে বিশেষজ্ঞদের মতে, এটা এক ধরনের “citizenship surveillance system”-এ রূপ নিচ্ছে, যার ফলে একজন সাধারণ নাগরিক না জেনেই সন্দেহের চোখে পড়তে পারেন বলে আশঙ্কা।
NRC ও CAA বিতর্কের ছায়া
২০১৯ সালের নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) ও প্রস্তাবিত NRC (National Register of Citizens) বহু বিতর্ক সৃষ্টি করেছিল যা সকলের জানা । সেই সময়ও প্রশ্ন উঠেছিল— নাগরিকত্বের প্রমাণ কী হতে পারে ?
যদিও CAA-র আওতায় ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়া হলেও, বাকি জনসাধারণের নাগরিকত্ব যাচাই কীভাবে করা হবে— তা নিয়ে এখনও সরকারের তরফে কোনও নির্দিষ্ট গাইডলাইন দেওয়া হয়নি।
আধার, ভোটার, রেশন কার্ড সবই যদি “অযোগ্য নথি” হয়ে যায়, তাহলে NRC-এর সময় কী গ্রহণযোগ্য হবে— সেটাই এখন কোটি টাকার প্রশ্ন থেকে গেল।
UIDAI-এর অবস্থান কী?
UIDAI (Unique Identification Authority of India) স্পষ্ট বলেছে যে তারা নাগরিকত্ব যাচাই করে না। আধার কেবলমাত্র ১২ ডিজিটের একক পরিচয় সংখ্যা মাত্র, যেটি বায়োমেট্রিক ও ডেমোগ্রাফিক তথ্যের ভিত্তিতে ইস্যু করা হয়ে থাকে ।
UIDAI-এর ওয়েবসাইটে স্পষ্টভাবে লেখা—
“Aadhaar is not a proof of citizenship, it is only a proof of identity and address.”
নাগরিকত্বের প্রমাণে স্বচ্ছ নীতি চাই
আধার, ভোটার কার্ড, প্যান— সবই আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিচিত। এগুলো নাগরিক পরিষেবার গেটওয়ে হতে পারে। কিন্তু যখন নাগরিকত্বের প্রশ্ন আসে, তখন শুধুই এই নথির উপরে নির্ভর করা একেবারে যায় না— এমনটাই বলছে দেশের সর্বোচ্চ আদালত।
তাই সরকারের উচিত এখনই একটি স্বচ্ছ ও সুনির্দিষ্ট নীতি তৈরি করা, যেখানে নাগরিকত্বের সংজ্ঞা, তার প্রমাণপত্র ও বিচারিক ভিত্তি সুস্পষ্টভাবে উল্লেখ করা হবে। না হলে কোটি কোটি ভারতীয়র মনে অনেক ধরনের অনিশ্চয়তা ও ভয় থেকেই যাবে।
আরও পড়ুন
ট্রেন্ডিং ব্যবসা,মাসিক আয় লক্ষাধীক, অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে সাফল্য - Cover Business Idea
NJ Team Writes content for 5 years. I have well experience in writing content in different niches. Please follow us regularly for getting genuine and authentic information.