BSNL Azadi Ka Plan: বর্তমানে দিনে দিনে মানুষ অনলাইনে রোগে আক্রান্ত হচ্ছে। এরকম কোন শারীরিক রোগ নয় এটি হচ্ছে মানসিক কেননা মানুষ এখন মোবাইল ছাড়া এক মুহূর্ত থাকতে পারছে না। শুধু তাই নয় মানুষ এখন সারাক্ষণ মোবাইলে গান কিছু দেখে থাকেন এবং সেগুলোতেই তারা আসক্ত হয়েছেন। কিন্তু এই অনলাইনে বিভিন্ন কার্যকলাপ করতে প্রয়োজন হয় ডাটা প্যাক ও অন্যান্য সুবিধার।তাইতো আপনাদের জন্য এমন এক অফার নিয়ে এসেছি যেখানে এক টাকা দিলেই বহু ধরনের সুবিধা মিলছে।
তবে বর্তমানে যেহেতু ভারতের বাজারে বেশ কয়েকটি বেসরকারি কোম্পানি বাজিমাত করছে সেখানে সরকারি কোম্পানি বিএসএনএল দারুন এই অফার নিয়ে এসেছে। আপনি যদি এই সরকারি সংস্থার সিম ব্যবহার করে থাকেন অথবা আগামীতে এই সিম ব্যবহার করার জন্য ভাবছেন তাহলে এই প্রতিবেদনটি আপনারই জন্য। এই রিচার্জ প্ল্যানটির নাম Azadi Ka Plan, যার দাম মাত্র ১ টাকা! অবিশ্বাস্য হলেও সত্যি, এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিং, প্রতিদিন ২ জিবি ডেটা এবং প্রতিদিন ১০০টি SMS ব্যবহার করা সুবিধা পাবেম।
সম্পর্কিত পোস্ট
পড়াশোনার পাশাপাশি সাইড ইনকাম মাসে 20 হাজারের বেশি! ৩ টিপস দেখুন এখনই - Income Tips for students১ টাকার রিচার্জে এত কিছু! BSNL-এর নতুন প্ল্যানের বিশদ বিবরণ
মাত্র ১ টাকার বিনিময়ে এই রিচার্জ প্ল্যানে যা যা থাকছে:
- প্রতিদিন ২ জিবি ডেটা সুবিধা
- আনলিমিটেড ভয়েস কলিং (যেকোনো নেটওয়ার্কে)
- প্রতিদিন ১০০টি ফ্রি SMS সুবিধা
- ৩০ দিনের বৈধতা (Validity) থাকঋে
নোট : এই প্ল্যানটি একদিকে যেমন অত্যন্ত কম দামে পাচ্ছেন, অন্যদিকে তেমনই প্রতিযোগী টেলিকম কোম্পানিগুলোর তুলনায় অনেক বেশি সুবিধা দিচ্ছে।
কারা কারা পাবেন এই Azadi Ka Plan-এর সুবিধা?
আগেই বলে দেওয়া ভালো,এই অফারটি শুধুমাত্র নতুন BSNL গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ, যারা আগে কখনও BSNL ব্যবহার করেননি এবং এই মুহূর্তে নতুন সিম নেওয়ার পরিকল্পনা করছেন তাঁরাই কেবল এই ১ টাকার স্পেশাল রিচার্জে উপভোগ করতে পারবেন।
বর্তমান বা পুরনো গ্রাহকরা এই প্ল্যান পাবে না। এই কারণে অনেকেই বলছেন যে এটি এক ধরনের প্রোমোশনাল ক্যাম্পেইন করা হচ্ছে, যার মাধ্যমে BSNL নতুন ইউজারদের আকৃষ্ট করতে চাইছে।
ফ্রি সিম কার্ডও দিচ্ছে BSNL
এই আজাদী রিচার্জ প্ল্যানের সাথে বিএসএনএল ফ্রি সিম কার্ডও দিতে চলেছে। নতুন ইউজারদের কোনও সিম চার্জও লাগবে না। একেবারে ১ টাকার রিচার্জ করলেই তারা আজাদী প্ল্যানের সকল সুবিধা নিতে পারেন আপনিও। সিম সংগ্রহ করতে আপনাকে নিকটবর্তী BSNL কাস্টমার কেয়ার বা রিটেইলার স্টোরে যেতে হবে।
এই অফার কবে থেকে কবে পর্যন্ত পাওয়া যাবে?
BSNL জানিয়েছে, এই ১ টাকার আজাদী প্ল্যানটি ১ অগাস্ট ২০২৫ থেকে ৩১ অগাস্ট ২০২৫ পর্যন্ত সীমিত সময়ের জন্য চালু রাখা হবে। তাই যাঁরা BSNL-এর নতুন গ্রাহক হতে চাই, তাঁদের এই সময়ের মধ্যেই সিম সংগ্রহ করে রিচার্জটি করে নিতে হবে এখনই।
BSNL 249 টাকার প্ল্যানেও থাকছে দুর্দান্ত সুবিধা
BSNL কেবলমাত্র নতুন গ্রাহকদের জন্য নয়, পুরনো বা যাঁরা অ্যাক্টিভ গ্রাহক তাঁদের জন্যও নতুন আকর্ষণীয় প্ল্যান নিয়ে এসেছে। এর মধ্যে সবচেয়ে চর্চিত হচ্ছে ২৪৯ টাকার রিচার্জ প্ল্যান অফার। এই প্ল্যানে:
- এখানে পাচ্ছেন ৪৫ দিনের ভ্যালিডিটি
- প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা (মোট ৯০ জিবি)
- আনলিমিটেড কলিং সুবিধা থাকছে
- যেকোনো নেটওয়ার্কে কাজ করে
- OTT সাবস্ক্রিপশন সুবিধা (নির্দিষ্ট কিছু প্ল্যাটফর্মের ক্ষেত্রে প্রযোজ্য)
এই প্ল্যানটি বর্তমানে বাজারে থাকা Jio, Airtel, Vi-এর অনেক প্ল্যানের তুলনায় অনেক বেশি ভ্যালু ফর মানি হতে চলেছে। একই দামে অনেক কম ডেটা দেয় বাকি অন্যান্য কোম্পানিগুলো।
আজাদী প্ল্যানে BSNL-এর টার্গেট কী?
বিশ্লেষকদের মতে, BSNL দীর্ঘদিন ধরেই পিছিয়ে পড়া টেলিকম সংস্থা গুলির মধ্যে অন্যতম। তাই নতুন গ্রাহকদের আকৃষ্ট করতে কোম্পানি কিছু “Breakthrough” অফার দিতে বাধ্য হচ্ছেন বর্তমানে। ১ টাকার আজাদী রিচার্জ প্ল্যান সেই প্রচেষ্টারই অংশ হিসেবে চিন্তিত হয়েছে। এই প্ল্যানে যারা নতুন সংযোগ নিচ্ছেন, তাদের অভিজ্ঞতা যদি ইতিবাচক হয়, তবে কোম্পানি ভবিষ্যতে আরও বড় পরিকল্পনা নিতে পারেন বলে জানা যাচ্ছে।
গ্রাহকদের জন্য সুবিধা না কি টেলিকম যুদ্ধের নতুন অধ্যায়?
সাধারণত টেলিকম বাজারে জিও, এয়ারটেল এবং Vi ইতিমধ্যেই একাধিক দামের রিচার্জ প্ল্যান অফার করে থাকেন। তবে BSNL-এর এই ১ টাকার প্ল্যান নতুনভাবে প্রতিযোগিতার হাওয়া বদলে দিয়েছে। গ্রাহকরা এমন প্ল্যানের অপেক্ষায় ছিলেন যা আসলেই সস্তা এবং উপযোগী হবে। বড় কথা হলো এখন দেখার বিষয়, এই অফার কতটা কার্যকর হয় BSNL-এর ইউজারবেস বাড়াতে।
আজাদী প্ল্যান রিচার্জ কোথা থেকে করবেন?
যাঁরা এই BSNL Azadi Ka Plan নিতে আগ্রহী, তাঁদের প্রথমে BSNL-এর নতুন সিম সংগ্রহ করা দরকার। এরপর রিচার্জ করতে পারেন:
- BSNL কাস্টমার কেয়ার সেন্টার থেকে নিতে পারবেন
- BSNL অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইট থেকে অর্ডার করা যাবে
- Paytm, PhonePe, Google Pay, Amazon Pay ইত্যাদি মাধ্যম থেকেও নিতে পারেন
তবে মনে রাখতে হবে, পুরনো গ্রাহকরা এই রিচার্জ করতে পারবেন না, তাই শুধুমাত্র নতুন সিম নেওয়া গ্রাহকরাই এই সুবিধা উপভোগ করতে পারবেন।
১ টাকার আজাদী প্ল্যান কি সত্যিই লাভজনক?
এক কথায় উত্তর হবে — হ্যাঁ। যদি আপনি নতুন BSNL গ্রাহক হতে ইচ্ছুক হয়ে থাকেন, তবে ১ টাকার আজাদী প্ল্যান নিঃসন্দেহে একটি অসাধারণ অফার হতে পারে। একমাসের জন্য কল, ডেটা ও SMS – সব কিছু এক টাকায় পাওয়ার সুযোগ খুব একটা দেখা যায় না।
পরিশেষে বলা যায়, BSNL এর এই পদক্ষেপ তাদের বাজারে কীভাবে ফিরিয়ে আনতে পারে বা কতটা প্রভাব ফেলতে পারে। ততদিন পর্যন্ত, নতুন গ্রাহকদের জন্য এটি নিঃসন্দেহে একটি “আজাদীর” অভিজ্ঞতা হতে পারে।

NJ Team Writes content for 5 years. I have well experience in writing content in different niches. Please follow us regularly for getting genuine and authentic information.