মাত্র ৭০ টাকা বিনিয়োগ রিটার্ন ৭০,০০০০০ টাকা -এই শর্ত পূরণ করলেই মালামাল – Central Govt SSY Scheme

Central Govt SSY Scheme: সাধারণত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ে রাজ্যের এবং দেশের বাসিন্দাদের জন্য বিভিন্ন ধরনের জনমূখী প্রকল্প নিয়ে এসেছেন। একদিকে যেমন রাজ্য সরকার তাদের বাসিন্দাদের জন্য বিভিন্ন ধরনের হত্যামূলক প্রকল্প নিয়ে এসেছেন অন্যদিকে কেন্দ্র সরকারও থেমে নেই। কেন্দ্র সরকার এমন এক প্রকল্প নিয়ে এসেছে যার মাধ্যমে আপনার ঘরে কন্যা সন্তান থাকলে এককালীন ৭০ লক্ষ টাকা পেতে পারেন।

সাধারণত সন্তানের ভবিষ্যৎ নিয়ে প্রতিটি মা-বাবারই চিন্তা থাকবেই। বিশেষ করে কন্যাসন্তানের পড়াশোনা ও বিয়ের খরচ মেটাতে অনেকেই শুরুতেই নিরাপদ কোনও বিনিয়োগ খোঁজে থাকে। দেশবাসীর এই সমস্যা কে সামনে রেখে কেন্দ্র সরকারের সমাধান নিয়ে এসেছে।আর এই প্রকল্পের সুবিধা দিচ্ছেন ভারতীয় পোস্ট অফিসের মাধ্যমে। ভারতীয় পোস্ট অফিস এখন এমনই এক প্রকল্প রয়েছে, যেখানে মাত্র ৭০ টাকা সময় সাপেক্ষে জমালেই পাওয়া যাবে প্রায় ৭০ লক্ষ টাকা!

সম্পর্কিত পোস্ট

Money Making Tips :মাত্র ১০০ টাকার জিনিস ৭০০ টাকায় বিক্রি, দারুণ ব্যবসার আইডিয়া

এই স্কিম সম্পর্কে জেনে নেওয়া যাক :

সম্প্রতি পোস্ট অফিস এই স্কিম নিয়ে নতুন করে আবারও প্রচার শুরু করেছে। Aajtak Bangla সহ একাধিক সংবাদমাধ্যমের রিপোর্টে এই দাবি করা হয়েছে, যারা দৈনিক সঞ্চয় করতে ইচ্ছুক, তারা SSY-তে ১৫ বছরে প্রায় ৭০ লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন পেতে পারেন। এই তথ্য সামনে আসতেই সাধারণ মানুষের মধ্যে চাহিদা বেড়েছে তুঙ্গে এবং SSY স্কিম নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে।

কাকে লক্ষ্য করে তৈরি এই স্কিম?

এই প্রকল্পেট একমাত্র কন্যাসন্তানের জন্যই প্রযোজ্য হবে। মেয়ের জন্মের পর ১০ বছরের মধ্যে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। অভিভাবক হিসেবে মা অথবা বাবা অ্যাকাউন্টটি খোলে থাকেন এবং মেয়ের ১৮ বছর বয়স পর্যন্ত সেটি পরিচালনা করতে পারেন তারা।

উল্লেখযোগ্য:

  • একই পরিবারে দুই কন্যাসন্তানের জন্য আলাদা করে SSY অ্যাকাউন্ট খোলা সম্ভব।
  • যমজ সন্তানের ক্ষেত্রে তিনটি অ্যাকাউন্ট খোলার অনুমতি দেওয়া রয়েছে।

বর্তমানে সুদের হার কত?

কেন্দ্র সরকারের সুকন্যা সমৃদ্ধি যোজনায় এখন ৮.২% বার্ষিক চক্রবৃদ্ধি সুদ দেওয়া হয়ে থাকে। এই সুদের হার প্রতি ত্রৈমাসিকে নতুন করে নির্ধারণ করে থাকে অর্থ মন্ত্রক। এই সুদ বাজারের যেকোনও সেভিংস স্কিমের তুলনায় অনেক বেশি হ’য়ে থাকে এবং EEE ক্যাটাগরিতে করমুক্ত হয়

বিনিয়োগের সময়সীমা ও টাকা তোলার নিয়ম

এই স্কিমে সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত টাকা জমা দেওয়া হয়ে থাকে। কিন্তু এর মেয়াদ থাকে ২১ বছর পর্যন্ত।

টাকা তোলা সম্ভব:

  • মেয়ের ১৮ বছর বয়স হলে টাকা গোলা যাবে
  • অথবা, সে ১০ম শ্রেণি পাস করলে তুলতে পারবেন
  • তবে এই দুই শর্তে ৫০% পর্যন্ত টাকা তোলা যায় (উচ্চ শিক্ষার জন্য)
  • বাকি টাকা মেয়ের ২১ বছর বয়সে পুরোপুরি তোলা সম্ভব হবে

অ্যাকাউন্ট খোলার নিয়ম কী?

প্রয়োজনীয় ডকুমেন্ট:

  1. মেয়ের জন্ম সনদ লাগবে
  2. অভিভাবকের আধার / ভোটার কার্ড / প্যান কার্ড
  3. ঠিকানার প্রমাণ লাগবে
  4. প্রথম জমার রসিদ
  5. মেয়ের ও অভিভাবকের ছবি থাকতে হবে

কোথায় খুলবেন:

  • নিকটবর্তী পোস্ট অফিস যেতে হবে
  • এসবিআই, পিএনবি, ব্যাংক অফ ইন্ডিয়া-এর নির্দিষ্ট শাখায়ও অ্যাকাউন্ট খোলা সম্ভব

নিয়মিত না জমালে কী সমস্যা?

যদি কোনও অর্থবছরে কমপক্ষে ₹২৫০ টাকা জমা না হয়ে থাকে তাহলে অ্যাকাউন্ট inoperative হয়ে যেতে পারে। তবে, পরে ₹৫০ পেনাল্টি দিয়ে পুনরায় reactivate করা সম্ভব হয় ।

কত টাকা জমিয়ে কত রিটার্ন?

পোস্ট অফিসের হিসেবে দেখা যাক, যদি আপনি ১৫ বছরের জন্য প্রতি বছর ১.৫ লক্ষ টাকা করে বিনিয়োগ করে থাকেন তবে ২১ বছরে এই টাকার পরিমাণ দাঁড়াবে প্রায় ₹৬৯,২৭,৫৭৮ টাকায়। এর মধ্যে মূলধন মাত্র ₹২২.৫ লক্ষ হবে এবং বাকি পুরোটাই হবে সুদ

  •  প্রতিদিন ₹৭০ টাকা করে জমালে মাসে দারায় ₹২,১০০
  •  বছরে ₹২৫,২০০ → মেয়াদ শেষে ভালো রিটার্ন সম্ভব
  •  প্রতিদিন ₹৪০০ → বছরে ₹১.৫ লক্ষ → ৭০ লক্ষ টাকার কাছাকাছি পাওয়া সম্ভব

অন্যান্য স্কিমের তুলনায় SSY কেন সেরা?

স্কিমসুদের হারমেয়াদকরছাড়ঝুঁকি
SSY৮.২%২১ বছরসম্পূর্ণ করমুক্তনেই
PPF৭.১%১৫ বছরকরছাড়নেই
FD৬.৫% (গড়)৫ বছরসীমিত করছাড়কিছুটা
SIP১২-১৫% (অনুমান)১০+ বছরLTCG প্রযোজ্যবেশি

স্পষ্টতই, SSY হলো মেয়েদের জন্য সবচেয়ে নিরাপদ ও লাভজনক সরকারি স্কিমের মধ্যে একটি।

কে কবে আবেদন করতে পারেন?

বড় কথা হলো SSY-তে বছরের যেকোনো সময় অ্যাকাউন্ট খোলা হয়ে থাকে। তবে আগে শুরু করলে লাভ বেশি হয় কারণ চক্রবৃদ্ধি সুদের মাধ্যমে টাকা বেশি হয়ে থাকে।
সেরা সময়:

  • মেয়ের বয়স যত কম, তত আগে অ্যাকাউন্ট খুললে বেশি লাভ
  • ৩ থেকে ৫ বছর বয়সেই শুরু করলে সুদের পরিমাণ সর্বাধিক হয় হয়ে থাকে।

আপার কিংবা আপনার আশেপাশের পরিবারের যদি কন্যা সন্তান থেকে থাকে তাহলে এই স্কিমের সুবিধা নিতে পারেন। চক্রবৃদ্ধিহার এর উৎস সহ এই সরকারি স্কিমে কোনরকম ঝুঁকি ছাড়াই এবং কর্মুক্ত হওয়ায় বিরাট জনপ্রিয় তা পেয়েছে এই স্কিম।দৈনিক মাত্র ৭০ টাকা থেকে শুরু করে ৪০০ টাকা হিসেবে জমা করার পর প্রায় ১৫ বছর জমা করলে এককালীন ৭০ লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন পাওয়ার সুযোগ থাকে । এই স্কিমে ব্যাপক হারে সুবিধা নিয়েছে মধ্যবিত্ত শ্রেণীর পরিবার গুলি।

আরও পড়ুন

আপনার এলাকায় নতুন ব্যবসা! দৈনিক আয় ₹৫,০০০ টাকা, এখনই শুরু করুন - Tiny House Business Idea

Leave a Comment

error: Content is protected !!