তিন দিন ফ্রি 5G ডেটা থেকে এক মাসের রিচার্জ ফ্রি -Jio Celebration Offer 2025

Jio Celebration Offer 2025: ভারতের টেলিকম বিপ্লব এনে দেওয়া Reliance Jio এবার তাদের ৯ বছরের বর্ষপূর্তি উপলক্ষে নিয়ে এসেছে একগুচ্ছ চমকপ্রদ অফার। সংস্থা জানাচ্ছে, ৫ থেকে ৭ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত জিও ব্যবহারকারীরা পাবেন ফ্রি আনলিমিটেড ডেটা এবং একাধিক OTT সাবস্ক্রিপশন, ছাড় এবং উপহার ভাউচার।

চলুন দেখে নিই Jio-এর এই দুর্দান্ত সেলিব্রেশন প্ল্যানটি কী কী সুবিধা নিয়ে এসেছে।

সম্পর্কিত পোস্ট

বর্ষা-গরমে 5 দারুণ ব্যবসা! মাস গেলে 50,000+ আয় সহজেই হবে - Monsoon-Summer Business Idea

ফ্রি আনলিমিটেড ডেটার সুবর্ণ সুযোগ

Jio-এর বর্ষপূর্তির প্রথম ও প্রধান আকর্ষণ হল — ৩ দিন ফ্রি আনলিমিটেড ডেটা। এই সুযোগে আপনি আপনার ফোনে ইচ্ছেমতো ডেটা ব্যবহার করতে পারবেন, কোনো আলাদা চার্জ ছাড়াই।

কারা পাবেন এই সুবিধা?

  • যাদের কাছে 5G স্মার্টফোন আছে, তারা ফ্রি আনলিমিটেড 5G ডেটা পাবেন।
  • যাদের কাছে 4G স্মার্টফোন রয়েছে, তারা মাত্র ₹৩৯ টাকার অ্যাড-অন প্যাক রিচার্জ করলেই প্রতিদিন ৩ জিবি করে আনলিমিটেড 4G ডেটা উপভোগ করতে পারবেন।

জিওর ৩৪৯ টাকার ‘সেলিব্রেশন প্ল্যান’: এক মাসে যা যা মিলবে

৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলবে এই এক মাসের ‘Celebration Plan’। যারা এই প্ল্যানে রিচার্জ করবেন, তারা পাবেন একাধিক এক্সক্লুসিভ বেনিফিট।

সুবিধাসমূহ একনজরে

  • Unrestricted 5G Data: যারা দৈনিক ২GB বা তার বেশি ডেটার প্ল্যানে আছেন, তারা পাবেন আনলিমিটেড 5G ডেটা।
  • Jio Gold Bonus: Jio Finance ব্যবহার করে ২% অতিরিক্ত ডিজিটাল গোল্ড পাওয়া যাবে।
  • ₹৩,০০০ টাকার Celebration Voucher: বিভিন্ন পার্টনার ব্র্যান্ডে ব্যবহারযোগ্য ডিসকাউন্ট ভাউচার।
  • JioTV / JioCinema + Disney+ Hotstar ১ মাসের সাবস্ক্রিপশন
  • Jio Saavn Pro: প্রিমিয়াম মিউজিক স্ট্রিমিং এক মাস ফ্রি।
  • Zomato Gold: ৩ মাসের জন্য এক্সক্লুসিভ অফার, ডেলিভারি ডিসকাউন্ট সহ।
  • Netmeds First: ওষুধ কেনাকাটায় ৬ মাসের প্রিমিয়াম ফ্রি সাবস্ক্রিপশন।
  • Jio Home: দুই মাসের জন্য হোম সার্ভিস ফ্রি ট্রায়াল।

পোস্টপেইড গ্রাহকদের জন্যও এই সুবিধা

Jio এই অফার শুধু প্রিপেইড নয়, পোস্টপেইড গ্রাহকদের জন্যও চালু করেছে। সব পোস্টপেইড ইউজাররা এই সেলিব্রেশন বেনিফিট উপভোগ করতে পারবেন।

যদি আপনার প্ল্যান ৩৪৯ টাকার কম হয়?

যদি আপনি এমন কোনো প্ল্যান ব্যবহার করেন যার মূল্য ₹৩৪৯-এর কম, তাহলেও চিন্তার কিছু নেই। আপনি শুধু ₹১০০ টাকার একটি অ্যাড-অন প্যাক রিচার্জ করলেই এই পুরো অফারটি উপভোগ করতে পারবেন।

পুরোনো ও বিশ্বস্ত গ্রাহকদের জন্য ‘ফ্রি রিচার্জ’ বোনাস

জিও তাদের পুরনো গ্রাহকদের জন্য এনেছে আরও একটি এক্সক্লুসিভ উপহার

যেসব গ্রাহক গত ১২ মাস ধরে নিয়মিত ₹৩৪৯ টাকার রিচার্জ করে আসছেন, তারা ১৩তম মাসে এক মাসের রিচার্জ একদম ফ্রি পাবেন! অর্থাৎ, এক বছর ধরে নিয়মিত রিচার্জ করলে পরের মাসের রিচার্জে কোনো খরচ হবে না।

৫০০ কোটির বেশি গ্রাহক উপকৃত হবেন

এই অফার দেশের ৫০ কোটিরও বেশি Jio গ্রাহক উপভোগ করতে পারবেন। এটি কোনো লাকি ড্র নয়, বরং প্রত্যেক Jio ইউজারের জন্য সরাসরি অ্যাক্টিভেট হওয়া একটি উদযাপন প্ল্যান।

কাদের জন্য এই অফার সবচেয়ে লাভজনক?

  • যারা 5G ফোন ব্যবহার করছেন
  • যাদের প্রতিদিন ২GB বা তার বেশি ডেটা প্রয়োজন
  • যারা OTT ও মিউজিক সাবস্ক্রিপশন খরচ বাঁচাতে চান
  • যারা জিওর পুরোনো গ্রাহক
  • যারা প্রতি মাসে ন্যূনতম ₹৩৪৯ রিচার্জ করেন

কীভাবে অফারটি পাবেন?

MyJio অ্যাপ-এ গিয়ে আপনি খুব সহজেই অফারটি দেখতে ও অ্যাক্টিভেট করতে পারবেন।

  • Jio অ্যাপ ওপেন করুন
  • “Celebration Offer” সেকশনে যান
  • আপনার জন্য যোগ্য অফারটি সিলেক্ট করে অ্যাক্টিভেট করুন

Reliance Jio তাদের ৯ বছরের যাত্রাকে স্মরণীয় করে তুলতে এবার সত্যিই এক দারুণ উদযাপন নিয়ে এসেছে। এই সেলিব্রেশন অফারটি শুধু ফ্রি ডেটা নয়, বরং একগুচ্ছ দারুন OTT সাবস্ক্রিপশন ও ক্যাশব্যাক রিওয়ার্ড নিয়ে এসেছে, যা সাধারণ গ্রাহকদের জন্য বিশাল লাভজনক।

যদি আপনি একজন Jio ব্যবহারকারী হন এবং এখনো এই অফার সম্পর্কে না জানেন, তাহলে আজই MyJio অ্যাপে গিয়ে চেক করে নিন আপনার জন্য কী কী বেনিফিট অপেক্ষা করছে।

আরও পড়ুন

পশ্চিমবঙ্গে বার্ধক্য ভাতা! প্রতিমাসে পাবেন 1,000 টাকা - কীভাবে আবেদন ও অন্যান্য বিস্তারিত - WB Old Pension Scheme

Leave a Comment

error: Content is protected !!