Jio Unlimited Offer: বর্তমান ডিজিটাল যুগে ইন্টারনেট ছাড়াই সকলেই প্রায় অচল। যদিও প্রথমদিকে ইন্টারনেট সুবিধা দেওয়া হতো একদম বিনামূল্যে তবে ক্ষনে ক্ষনে বিভিন্ন রিচার্জ প্ল্যান নিয়ে এসে গ্রাহকদের জন্য সীমাবদ্ধ করে দিয়েছে। গত কিছুদিন আগে ফের একবার নতুন করে বিভিন্ন টেলিকম কোম্পানিগুলি তাদের রিচার্জের টাকা বৃদ্ধি করে। যার ফলে অনেকে ও প্রকাশ করলেও কোম্পানি গুলির তরফ থেকে কোন সাড়া দেওয়া হয়নি। তবে এবার ফের ইন্টারনেট চালানো খুবই সহজ করে দিচ্ছে ভারতের এক টেলিকম সংস্থা। এবার জলের দলে ইন্টারনেট পরিষেবা দিতে চলেছে এই টেলিকম সংস্থাটি।
আসুন আজকের এই প্রতিবেদনে সেই প্ল্যান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যার মাধ্যমে আপনি দৈনিক আনলিমিটেড ডাটা ব্যবহার করতে পারেন। হ্যাঁ আমরা যে টেলিকম কোম্পানির কথা বলতে যাচ্ছি সেটা হল ভারতের সর্ববৃহৎ টেলিকম কোম্পানি অর্থাৎ রিলায়েন্স জিও। এই রিলায়েন্স জিওর তরফ থেকে বর্তমানে মাত্র ১১ টাকায় সারাদিন আনলিমিটেড ইন্টারনেট চালানোর সুবিধা দেওয়া হচ্ছে। তবে যদিও কোম্পানি আনলিমিটেড ইন্টারনেট দেওয়ার দাবি করে তবে এক্ষেত্রে সর্বাধিক ১০ জিবি পর্যন্ত ইন্টারনেট ডাটা প্রসেস করার সুবিধা দেওয়া হয়। তবে বর্তমানে মূল্য বৃদ্ধির সময়ে মাত্র ১১ টাকায় এমন সুবিধা পাওয়া খুবই দুর্লভ।
সম্পর্কিত পোস্ট
গুগল থেকে ঘরে বসে মাসে ₹৫০,০০০ আয়ের সুযোগ, দেখুন ৪টি সেরা আইডিয়া - Google Income IdeaJio-র ১১ টাকার প্ল্যানের বিশেষত্ব
জিওর এই ১১ টাকার প্ল্যান মূলত তাদের প্রিপেইড গ্রাহকদের জন্য ধামাকাদার হতে চলেছে। এর মাধ্যমে গ্রাহকরা পাবেন হাই-স্পিড ইন্টারনেট ব্যবহার করার সুযোগ সম্পূর্ণ ফ্রী, যেখানে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সর্বাধিক দৈনিক ১০ জিবি ডেটা ব্যবহার করা যাবে।
প্ল্যানের মূল বৈশিষ্ট্য
বৈশিষ্ট্য | বিস্তারিত বিবরণ |
---|---|
মূল্য | ₹11 টাকা |
ডেটা লিমিট | সর্বাধিক 10 GB (হাই-স্পিড) |
গতি | ডেটা শেষ হলে 64 Kbps |
সময়সীমা | 1 ঘন্টা পর্যন্ত |
উপলব্ধতা | শুধুমাত্র জিও প্রিপেইড গ্রাহকদের জন্য |
ক্রয়ের মাধ্যম | MyJio অ্যাপ, UPI অ্যাপ, জিও স্টোর |
কেন এই প্ল্যান বিশেষ?
বর্তমান বাজারে যেখানে দৈনিক ইন্টারনেট প্ল্যানের দাম অনেকে বেড়ে গেছে , সেখানে মাত্র ১১ টাকায় হাই-স্পিড ইন্টারনেট ব্যবহার করার সুযোগ অনেকের জন্য উপকারী হতে পারে। বিশেষ করে—
- ভিডিও কনফারেন্স বা অনলাইন ক্লাস করে
- হাই-রেজোলিউশন ভিডিও স্ট্রিমিং করে
- বড় ফাইল ডাউনলোড করতে হয়
- জরুরি কাজের জন্য স্বল্প সময়ের ডেটা প্রয়োজন
প্ল্যানের সীমাবদ্ধতা
যদিও এই প্ল্যানটিকে কোম্পানির তরফে আনলিমিটেড বলা হচ্ছে, প্রকৃতপক্ষে হাই-স্পিড ডেটা ১০ জিবি পর্যন্ত দেওয়া হয়ে থাকে। এর পর গতি নেমে আসে 64 Kbps-এ, যা মূলত হোয়াটসঅ্যাপ চ্যাট বা খুব সাধারণ ব্রাউজিংয়ের জন্য যথেষ্ট হবে।
কারা এই প্ল্যান ব্যবহার করবেন?
এই প্ল্যান বিশেষ করে উপযোগী—
- যারা নিয়মিত দৈনিক ডেটা প্ল্যানের বাইরে অতিরিক্ত ডেটা দরকার থাকে
- যারা নির্দিষ্ট সময়ে বড় আকারের ডাউনলোড বা আপলোড করে থাকেন
- যাদের সীমিত খরচে বেশি ডেটা ব্যবহার করতে প্রয়োজন হয়
রিচার্জ করার পদ্ধতি
ধাপ ১: MyJio অ্যাপ ব্যবহার করে
- MyJio অ্যাপ ভিজিট করতে হবে
- এর পর আপনার জিও নম্বরে লগইন করতে হবে
- ‘Recharge’ সেকশনে যেতে হবে
- তারপর ₹11 ডেটা প্ল্যান সিলেক্ট করতে হবে
- পেমেন্ট সম্পন্ন করে ফায়দা নিন
ধাপ ২: UPI অ্যাপ ব্যবহার করে
- PhonePe, Google Pay, Paytm ইত্যাদি অ্যাপ অপেন করতে হবে
- মোবাইল রিচার্জ অপশনে যেতে হবে
- ₹11 লিখে ডেটা অ্যাড-অন প্ল্যান সিলেক্ট করুন
- পেমেন্ট করে ফায়দা নিন
ধাপ ৩: অফলাইন পদ্ধতি
- নিকটবর্তী জিও স্টোরে গিয়ে রিচার্জ করা করতে পারবেন
অন্যান্য কোম্পানির তুলনায় জিওর সুবিধা
কোম্পানি | প্ল্যান মূল্য | ডেটা | সময়সীমা |
---|---|---|---|
জিও | ₹11 | 10 GB | 1 ঘণ্টা |
এয়ারটেল | ₹19 | 3 GB | 1 দিন |
ভোডাফোন আইডিয়া (Vi) | ₹17 | 4 GB | 1 দিন |
নোট: তালিকা থেকে স্পষ্ট বোঝা যায়, জিওর এই প্ল্যান মূল্য এবং ডেটা ভলিউমের দিক থেকে প্রতিযোগীদের তুলনায় এগিয়ে রয়েছে ।
সতর্কতা ও শর্তাবলী
- এই প্ল্যান শুধুমাত্র প্রিপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে
- ডেটা শেষ হলে গতি কমে যাবে 64 Kbps-এ পৌঁছাবে
- একবার অ্যাক্টিভেট হলে রিফান্ড পাওয়া সম্ভব নয়
- ডেটা শুধুমাত্র অ্যাক্টিভেশনের পরের এক ঘণ্টার জন্য প্রযোজ্য হবে
ব্যবহারকারীদের প্রতিক্রিয়া
প্রাথমিকভাবে গ্রাহকদের প্রতিক্রিয়া বেশ ইতিবাচক পাওয়া গেছে। অনেকেই বলছেন যে, এটি একটি “জরুরি পরিস্থিতির ত্রাণকর্তা” প্ল্যান হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে যারা সীমিত ডেটা প্ল্যানে থাকেন, তাদের জন্য এটি একটি অতিরিক্ত সুবিধা হতে পারে।
শেষে বলাই বাহুল্য যে, জিওর ১১ টাকার এই ডেটা প্ল্যান নিঃসন্দেহে বর্তমান সময়ে এক অসাধারণ উদ্যোগের মধ্যে একটি। সীমিত খরচে স্বল্প সময়ে বেশি ডেটা ব্যবহার করার সুযোগ গ্রাহকদের হাতে এনে দিচ্ছে সংশ্লিষ্ট সংস্থা। যারা জরুরি প্রয়োজনে হাই-স্পিড ইন্টারনেট চান, তাদের জন্য এটি সেরা সমাধান হতে পারে।
আমরা প্রতিনিয়ত এই ধরনের নানা রকম খবর দিয়ে থাকি যদি আপনি আমাদের খবর পড়তে আগ্রহী হয়ে থাকেন তাহলে রেগুলার আমাদের পেজ ফলো করতে পারেন অথবা google এ গিয়ে আমাদের ওয়েবসাইট সার্চ করে নিয়ে দেখতে পারেন।

NJ Team Writes content for 5 years. I have well experience in writing content in different niches. Please follow us regularly for getting genuine and authentic information.