৭০০ টাকায় ফোন? এই দামে মিলছে ইন্টারনেট, UPI এবং লাইভ TV সুবিধা – Mini Smartphone Offer

Mini Smartphone Offer:  বর্তমানে ভারতে স্মার্টফোনের দাম হাজার হাজার টাকা ছাড়িয়ে হেছে, সেখানে এখনও এমন বহু মানুষ রয়েছেন যাঁদের পক্ষে এককালীন এত খরচ করা প্রায় অসম্ভব। বিশেষ করে গ্রামীণ এলাকায় বা নিম্ন আয়ের পরিবারের সদস্যরা এখনও একটি সাশ্রয়ী মূল্যের ফোন খুঁজে থাকেন অথবা অনেকে নানা কারনে ছোট ফোন ব্যবহার করতে চাই, যাতে অন্তত ফোন কল, কিছুটা ইন্টারনেট এবং পেমেন্ট করা সম্ভব হয়। ঠিক সেই প্রয়োজনকে মাথায় রেখেই বাজারে এসেছে এমন কিছু ফিচার ফোন যার দাম মাত্র ৭০০ থেকে ১০০০ টাকার মধ্যে হবে এবং তাতেই মিলছে ডিজিটাল পেমেন্ট থেকে শুরু করে বিনোদনের একগুচ্ছ ফিচারস সমূহ।

কম দামে অসাধারণ ফিচার: নতুন দিগন্ত খুলছে ফিচার ফোন

এই ফোনগুলো মূলত কিপ্যাড ভিত্তিক হলেও এতটুকু বলতে দ্বিধা নেই যে ফিচারের দিক থেকে অনেক স্মার্টফোনকেও চমকে দিতে পারে এগুলি। এতে যেমন রয়েছে 4G VoLTE কানেক্টিভিটি সুবিধা, তেমনি UPI পেমেন্ট, লাইভ টিভি, ওয়েব ব্রাউজার এমনকি মিউজিক ও ভিডিও স্ট্রিমিং-এর যাবতীয় সুবিধাও। সবথেকে আশ্চর্যের বিষয়, এইসব সুবিধা পাওয়া যাচ্ছে মাত্র ৭৮৯ টাকার মধ্যে

সম্পর্কিত পোস্ট

Money Making Tips :মাত্র ১০০ টাকার জিনিস ৭০০ টাকায় বিক্রি, দারুণ ব্যবসার আইডিয়া

Lava Hero Shakti 2025: সহজ অথচ কার্যকর

এই ফোনটি তাদের জন্য উপযুক্ত যারা শুধুমাত্র কলিং এবং ব্যাটারির ওপর নির্ভর করে ফোন কিনতে চান। Lava Hero Shakti 2025 ফোনে রয়েছে ১.৭৭ ইঞ্চির ডিসপ্লে, ডুয়াল সিম সাপোর্ট সুবিধা এবং ১০০০mAh ব্যাটারি পরিষেবা। সঙ্গে রয়েছে Wireless FM, টর্চ লাইট এবং কল রেকর্ডিং-এর মতো দরকারি ফিচার সহ অন্যান্য। এর দাম মাত্র ₹৭৯৯

JioBharat V4 4G: ৪জি কিপ্যাড ফোনের বিপ্লব

মাত্র ₹৭৮৯ টাকায় Jio নিয়ে এসেছে একটি চমকপ্রদ ফোন অফার। JioBharat V4 4G ফোনে আপনি পাবেন 4G VoLTE সাপোর্ট সুবিধা , UPI পেমেন্ট সিস্টেম, JioCinema এবং JioSaavn অ্যাপ, অর্থাৎ বিনোদনও এক ক্লিকে হাতের মুঠোয় পাবেন। এমনকি সাধারণ ব্যবহারকারীর জন্য এতে রয়েছে কিপ্যাড সুবিধা ও শক্তিশালী ব্যাটারি সুবিধাও।

Nokia 105 (2025 Edition): নির্ভরযোগ্যতার নাম

নকিয়ার ফোন মানেই দীর্ঘস্থায়ী ব্যাটারি সুবিধা এবং তার সহজ ব্যবহার। Nokia 105 ফোনে রয়েছে ৮০০mAh ব্যাটারি পরিষেবা, ১.৮ ইঞ্চির QQVGA ডিসপ্লে, প্রি-লোডেড গেম, টর্চ এবং শক্তপোক্ত এর গঠন। এটি ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে মাত্র ₹৯৪৭ টাকার মধ্যে ।

JioBharat K2: ডিজিটাল ইন্ডিয়ার জন্য আদর্শ

যারা শুধুমাত্র স্মার্টফোন নয়, চায় ডিজিটাল সাপোর্ট যুক্ত একটি ভালো ফোন, তাদের জন্য আদর্শ JioBharat K2 ফোন। এতে রয়েছে JioPay, JioSaavn, JioCinema-এর মতো অ্যাপস প্রি-ইনস্টল করার সুবিধা। এছাড়াও রয়েছে ওয়েব ব্রাউজার সুবিধা,  যার মাধ্যমে সাধারণ সার্চ বা নিউজ পড়া সম্ভব হয়ে থাকে। এর দাম মাত্র ₹৯৮৭

Lava A1 Vibe (2025): আধুনিক কিপ্যাড ফোন

এই ফোনটি Lava-র অন্যতম শক্তিশালী ফিচার ফোন বলা যায় । এতে রয়েছে ৩২MB RAM, ৩২MB স্টোরেজ (৩২GB পর্যন্ত বাড়ানো সম্ভব) সুবিধা, VGA ক্যামেরা, MP3/MP4 প্লেয়ারের সুবিধা পাবেন। ব্যাটারিও AI পরিচালিত হবে, যার ফলে চার-পাঁচদিন অনায়াসে চলবে। এটি পাওয়া যাচ্ছে মাত্র ₹১২৯৯ টাকায়, তবে অফারে মাঝে মাঝে ₹১০০০ টাকায়ও পাওয়া সম্ভব হয়।

এত কম দামে এত কিছু, কীভাবে সম্ভব?

বর্তমানে ফোন প্রস্তুতকারক সংস্থাগুলি এখন ভারতের বিশাল গ্রামীণ ও নিম্ন আয়ের শ্রেণির দিকে নজর দিতে চলেছে। এর ফলে তারা এমন প্রযুক্তি তৈরি করছে যা কম খরচে কার্যকর, অথচ তাতে প্রয়োজনীয় সব ফিচার দিতে পারে। একদিকে যেমন উন্নত ব্যাটারি প্রযুক্তি লাগাচ্ছে, অন্যদিকে কম দামে ডিজিটাল কানেক্টিভিটি সুবিধাও দিচ্ছে— সব মিলিয়ে এই ফোনগুলো নিঃসন্দেহে একটি বিপ্লব।

আরও পড়ুন

আপনার এলাকায় নতুন ব্যবসা! দৈনিক আয় ₹৫,০০০ টাকা, এখনই শুরু করুন - Tiny House Business Idea

কারা ব্যবহার করতে পারেন?

  • প্রবীণ নাগরিকরা, যারা কেবল কল ও কিছু দরকারি অ্যাপ ব্যবহার করতে চান
  • বিশিষ করে ছাত্রছাত্রীরা, যারা কম দামে যোগাযোগের ডিভাইস খুঁজছেন
  • গ্রামীণ এলাকা বা দুর্বল নেটওয়ার্ক অঞ্চলের মানুষের জন্য উপযুক্ত
  • ব্যবসায়ী যারা UPI পেমেন্টের জন্য আলাদা একটি ফোন দরকার হয়
  • এমনি শহরের বাসিন্দারাও একটি ব্যাকআপ ফোন হিসেবে এগুলো বেছে নিতে পারেন

Leave a Comment

error: Content is protected !!