মাত্র ১০০ টাকায় ৯০ দিন ফ্রী সুবিধা! সঙ্গে ইন্টারনেট ডেটাও – দেখুন বিস্তারিত – Only 100 rupees Recharge Offer

Only 100 rupees Recharge Offer:  পুজোর আগে সুখর।কেননা রিলায়েন্স জিও নিয়ে এল এক চমকপ্রদ রিচার্জ প্ল্যান। মাত্র ১০০ টাকায় ৯০ দিনের জন্য দিতে চলেছে বহু সুবিধা, সঙ্গে থাকছে হাই-স্পিড নিদিষ্ট ডেটা।যদিও একদিকে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় বিনোদন মাধ্যম হয়ে দাঁড়িয়েছে নানা OTT প্ল্যাটফর্মগুলি। আর এই চাহিদার মাঝেই গ্রাহকদের জন্য দারুণ সাশ্রয়ী একটি অফার আনল ভারতের অন্যতম টেলিকম কোম্পানি জিও।

তবে শুধু জিও নয়, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া (Vi) – তিনটি বড় সংস্থা প্রতিযোগিতায় নেমেছে। তবে তুলনামূলকভাবে জিওর ₹১০০ টাকার প্ল্যান সবচেয়ে আকর্ষণীয় হয়ে দাড়িয়েছে।

Jio ₹100 Recharge Plan-এর বিস্তারিত

জানা যায় রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একটি ডেটা অ্যাড-অন রিচার্জ প্ল্যান যার মূল আকর্ষণ Disney+ Hotstar সাবস্ক্রিপশন দেওয়া। মাত্র ১০০ টাকায় আপনি পাচ্ছেন ৯০ দিন পর্যন্ত হটস্টার অ্যাক্সেস, তাও আবার নিদিষ্ট কয়েক জিবি হাই-স্পিড ডেটার সঙ্গে।

এই প্ল্যানে পাওয়া যাবে:

  • ৫ জিবি হাই স্পিড ইন্টারনেট ডেটা
  • ৯০ দিনের জন্য Disney+ Hotstar মোবাইল সাবস্ক্রিপশন বিনামূল্যে
  • কলিং ও এসএমএস সুবিধা এখানে নেই
  • শুধুমাত্র অ্যাড-অন ডেটা প্ল্যান, তাই একটি প্রাইমারি প্ল্যান অ্যাক্টিভ থাকা বাধ্যতামূলক থাকতে হবে

এই প্ল্যানের মাধ্যমে ব্যবহারকারীরা মোবাইল, স্মার্টটিভি এবং ল্যাপটপ—সব প্ল্যাটফর্মে হটস্টার ব্যবহার করতে পারবেন বলে জানানো হয়।

Airtel ₹100 Recharge Plan

এয়ারটেলও তাদের গ্রাহকদের জন্য এনেছে ₹১০০ টাকার একটি ডেটা প্যাক অফার। যদিও এর মেয়াদ কম, তবে ডেটা ও হটস্টার সাবস্ক্রিপশন থাকায় অনেকেই একে বেছে নিচ্ছেন অনেকেই।

এই প্ল্যানে পাওয়া যাবে:

  • ৫ জিবি হাই স্পিড ডেটা সুবিধা
  • ৩০ দিনের জন্য Disney+ Hotstar মোবাইল সাবস্ক্রিপশন৷ বিনামূল্যে
  • কলিং ও এসএমএস সুবিধা নেই এখানে
  • একটি প্রাইমারি প্ল্যান অ্যাক্টিভ থাকা আবশ্যক এখানে

এয়ারটেল প্ল্যানটি মূলত স্বল্প মেয়াদে বিনোদনের চাহিদা মেটাতে উপযুক্ত হবে।

Vodafone Idea (Vi) ₹151 Recharge Plan

Vi তাদের গ্রাহকদের জন্য এনেছে ₹১৫১ টাকার একটি OTT অ্যাড-অন প্ল্যান অফার। এখানে ডেটা কিছুটা কম হলেও হটস্টার সাবস্ক্রিপশন মেয়াদ ৯০ দিন হওয়ায় এটি অনেকের কাছেই লাভজনক হয়ে দাড়িয়েছে।

এই প্ল্যানে যা যা মিলবে:

  • ৪ জিবি হাই স্পিড ডেটা পাবেন
  • ৯০ দিনের জন্য Disney+ Hotstar সাবস্ক্রিপশন পাবেন
  • কলিং বা এসএমএস সুবিধা নেই
  • অ্যাক্টিভ প্ল্যান থাকা বাধ্যতামূলক এখানে

তুলনামূলক বিশ্লেষণ

উপরোক্ত তিনটি কোম্পানির অফার বিশ্লেষণ করলে দেখা যায়, জিও তার গ্রাহকদের সবচেয়ে সাশ্রয়ী মূল্যে সবচেয়ে বেশি মেয়াদের হটস্টার অ্যাক্সেস দিয়ে দিচ্ছে।

কোম্পানিমূল্যডেটাহটস্টার অ্যাক্সেসমেয়াদ
Jio₹1005 GBহ্যাঁ৯০ দিন
Airtel₹1005 GBহ্যাঁ৩০ দিন
Vi₹1514 GBহ্যাঁ৯০ দিন

তবে এদের  মধ্যে তুলনায় দেখা যায়, জিওর অফারটিই সবচেয়ে বেশি ‘ভ্যালু ফর মানি’ হিসেবে ধরা যায়।

কাদের জন্য এই প্ল্যানগুলি উপযুক্ত

এই OTT ডেটা প্ল্যানগুলি তাদের জন্য উপযুক্ত যারা নিয়মিত সিনেমা, ওয়েব সিরিজ বা লাইভ স্পোর্টস উপভোগ করে থাকেন।বিশেষ করে ছাত্রছাত্রী, অফিসগামী মানুষ, কিংবা যারা মোবাইল এবং ল্যাপটপে সময় কাটাতে পছন্দ করে থাকেন তাদের জন্য এই অফার দারুণ সাশ্রয়ী।

এছাড়া যাদের কাছে Wi-Fi সুবিধা নেই, তাদের জন্য এই অ্যাড-অন ডেটা প্ল্যান কার্যকরী হতে পারে।

কেন এখনই রিচার্জ করবেন?

  1. পুজোর মরশুমে অনেক নতুন ওয়েব সিরিজ ও সিনেমা মুক্তি পেতে চলেছে যার জন্য নিতে পারেন
  2. আলাদা করে হটস্টার সাবস্ক্রিপশন কিনতে গেলে কমপক্ষে ₹১৪৯–৪৯৯ পর্যন্ত খরচ হয়ে থাকে
  3. মাত্র ₹১০০ টাকায় তিন মাসের হটস্টার ব্যবহার, সঙ্গে ডেটা – এটি একটি দুর্দান্ত অফার হতে পারে
  4. একবার রিচার্জেই ৯০ দিনের জন্য বিনোদনের নিশ্চয়তা পাবেন

কীভাবে এই প্ল্যান রিচার্জ করবেন?

সুবিধা পেতে জিও গ্রাহকরা MyJio অ্যাপে গিয়ে সহজেই এই প্ল্যান রিচার্জ করতে পারেন। এছাড়াও Amazon Pay, PhonePe, Google Pay-এর মাধ্যমেও এই প্ল্যানটি রিচার্জ করা সম্ভব হবে।

পদ্ধতি:

  • MyJio অ্যাপ ওপেন করতে হবে
  • আপনার নম্বর নির্বাচন করতে হবে
  • ‘Recharge’ অপশন সিলেক্ট করতে হবে
  • ডেটা অ্যাড-অন ক্যাটাগরিতে ₹১০০ প্ল্যান নির্বাচন করতে হবে
  • পেমেন্ট সম্পন্ন করতে হবে

অন্য অপারেটরদের ক্ষেত্রেও একইভাবে Airtel Thanks বা Vi অ্যাপের মাধ্যমে রিচার্জ করা সম্ভব ।

যদিও আমরা জানি বর্তমানে OTT প্ল্যাটফর্মে বিনোদন পাওয়ার খরচ অনেকটা বেড়ে গেছে। কিন্তু Jio তাদের এই নতুন ₹১০০ টাকার রিচার্জ প্ল্যানের মাধ্যমে সাধারণ গ্রাহকদের জন্য এক দারুণ সমাধান আনা হয়েছে। মাত্র ১০০ টাকায় ৯০ দিনের জন্য হটস্টার সাবস্ক্রিপশন, সঙ্গে ৫ জিবি ডেটা – অবশ্যই নিঃসন্দেহে এই সময়ের সেরা অফার হতে চলেছে।

আপনি যদি সাশ্রয়ী মূল্যে দীর্ঘমেয়াদি বিনোদনের খোঁজ করে থাকেন, তাহলে এখনই Jio-এর এই প্ল্যানটি রিচার্জ করে ফেলতে পারেন। ভবিষ্যতে এই অফার উপলব্ধ থাকবে কিনা, সেটা বলা যাচ্ছে না কারন সময় সাপেক্ষে পরিবর্তন হতে পারে। তাই এই সুযোগ হাতছাড়া করবেন না।

Leave a Comment