মাসে 5 লাখ পর্যন্ত আয়, দরকার 10×10 ফুটের রুম,দারুন ব্যবসা প্রতিযোগিতা নেই – Pan Plaza Business Idea

Pan Plaza Business Idea:  দৈনন্দিন ভারতে ব্যবসার প্রতিযোগিতা বেড়েই চলেছে। কিন্তু এই সময় এমন কিছু ব্যবসা করা দরকার যার বাজারে একদমে প্রতিযোগিতা নেই। আর যদি একটু বুদ্ধি খাটিয়ে এবং ব্যবসার ঠিক কৌশল অবলম্বন করে এই কাজ করা যায় তাহলে বর্তমানে মাসের লক্ষ লক্ষ টাকা আয় করা অসম্ভব কিছু নয়। আপনি যেকোনো ধরনের ব্যবসা করেন না কেন, যদি প্রতিযোগিতা বেশি থাকে তাহলে আয়ের পরিমাণ কম হয়ে থাকে। কিন্তু এমন কিছু ব্যবসা রয়েছে যার প্রতিযোগিতা বর্তমানে অনেক কম কিন্তু প্রায় প্রত্যেক মানুষের চাহিদা রয়েছে, তাতে মুনাফা প্রচুর হয়। আজকের প্রতিবেদনে এমন এক ব্যবসা সম্পর্কে বলতে যাচ্ছি

আমাদের দেশে খাবার-দাবার শুধু প্রয়োজন নয়, বরং একপ্রকার ঐতিহ্য— ঠিক সেখানে একটি নির্দিষ্ট খাবার আজও তার নিজস্ব কদর ধরে রয়েছে। সেটি হল ‘পান’। বিয়েবাড়ি হোক কিংবা পুজো, অতিথি আপ্যায়ন হোক বা সন্ধ্যাবেলায় পরিবারের সঙ্গে বাইরে বেড়াতে যাওয়া— পান ছাড়া যেন জমেই না। আর বর্তমানে এই সংস্কৃতির মাঝেই উঠে এসেছে একটি নতুন ব্যবসার মডেল, যার নাম ‘পান প্লাজা’ ব্যবসা। মাত্র ১০x১০ ফুটের একটি দোকান থেকেই এই ব্যবসা করে প্রতি মাসে ৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন। 

সম্পর্কিত পোস্ট

মাত্র ২.৫ প্রোডাক্ট ১০ টাকায় বিক্রি! ৪ গুন লাভ, লোক লাইন দিয়ে কিনবে – High Profit Business Idea

কেন ‘পান প্লাজা’ একটি ইউনিক স্টার্টআপ আইডিয়া?

আজকের দিনে নতুন ব্যবসা মানেই প্রতিযোগিতা তুঙ্গে, বড় ব্র্যান্ডের সঙ্গে লড়াইও করতে হয়। অথচ ‘পান প্লাজা’ এমন একটি ব্যবসা যেখানে কোনো বহুজাতিক কোম্পানি প্রতিযোগিতায় নেই। কারণ এটি শুধুমাত্র একটি প্রোডাক্ট ভিত্তিক ব্যবসা নয়, বরং সেবা, অভিজ্ঞতা এবং ঐতিহ্যের সংমিশ্রণও বটে। 

আর এই ব্যবসার জন্য প্রধান শর্ত হলো, আপনার কাছে প্রাইম লোকেশনে একটি ছোট দোকান থাকলেই যথেষ্ট। এর পাশাপাশি প্রয়োজন স্বাদ, পরিবেশনা ও রুচির উন্নত কৌশল জ্ঞান। কারণ এখানে পান শুধু খাওয়ার বস্তু নয়, বরং “স্টেটাস”“অভিজ্ঞতা” একটি অঙ্গ

ভারতের বিভিন্ন রাজ্যে পান খাওয়ার ট্রাডিশন

রিপোর্ট অনুযায়ী ভারতে পান খাওয়ার রীতি হাজার বছরের পুরনো। একেক রাজ্যে একেক রকমের পান তৈরি হয়ে থাকে।তাই এই পান শুধুমাত্র একটি চুন-জর্দা দেওয়া পাতা নয়, এটি একেক জায়গায় একেক সাংস্কৃতিক প্রতীকও বটে।

রাজ্য অনুযায়ী যেমন বিহারের মগহী পান, উত্তরপ্রদেশের বানারসি পান, কলকাতার সুগন্ধি মিষ্টি পান, রত্নগিরির শক্তিশালী পান, লখনউয়ের গালভরা পেটেন্ট পদ্ধতি— এসব মিলেই গড়ে ওঠে ভারতের পানের ঐতিহ্য। এদিকে চকলেট পান, ফায়ার পান, গোল্ড বা সিলভার পান— এগুলিও আজকের প্রজন্মের কাছে যথেষ্ট জনপ্রিয় হয়ে দাড়িয়েছে।

উচ্চমূল্যের পান, উচ্চমুনাফার ব্যবসা

প্রতিদিন খাওয়ার জন্য পান হয়তো ১০-২৫ টাকা হয়ে থাকে, কিন্তু অনুষ্ঠানে পরিবেশন করার জন্য পান তৈরি হয় ৫০০ থেকে ৫১০০ টাকাতেও পৌঁছে যায়। কারণ এই ধরনের পান বানাতে ব্যবহৃত হয় সোনা-রুপার ভস্ম, উন্নত মানের গুলকন্দ, বিদেশি সুগন্ধি, কাস্টমাইজড উপাদান ইত্যাদি। অর্থাৎ, যে পানের প্রোডাকশন কস্ট ৩০০ টাকা, সেটি বিক্রি হয়ে থাকে ৫১০০ টাকায়।আর এখানেই লুকিয়ে আছে বিশাল মুনাফার ফাঁক।

বিকেল থেকে রাত অবধি— আদর্শ সময় এই ব্যবসার

এদিকে এই ব্যবসার একটি বড় সুবিধা হলো— এটি দিনে নয়, মূলত বিকেল থেকে রাতের সময় পর্যন্ত বেশি চলে। এর ফলে যারা স্টুডেন্ট, চাকরির পরীক্ষার প্রার্থী কিংবা অন্য কাজের পাশাপাশি ব্যবসা করতে ইচ্ছুক, তাঁদের জন্য এটি এক আদর্শ বিকল্প হতে পারে। নিজের পড়াশোনা বা অন্য কাজের ক্ষতি না করেই এই স্টার্টআপ শুরু করা সম্ভব।

কিভাবে তৈরি করবেন ‘পান প্লাজা’?

‘পান প্লাজা’ মানে শুধুমাত্র একটি পানের দোকান নয়। এখানে থাকবে সাজানো ভালো ইন্টেরিয়র, সুগন্ধি পরিবেশ, নরম আলো, উন্নত মানের উপাদান সমূহ, ট্রেন্ডি পরিবেশন পদ্ধতি এবং বিশিষ্ট ক্রেতাদের জন্য পার্সোনালাইজড অভিজ্ঞতাও।

উদাহরণস্বরূপ বলা যায় , কেউ চাইলে কাস্টমাইজড নাম লিখে বা কার্ডের মতো ডিজাইন করে পান পাবে। কেউ চাইলে চকলেট, আনারস, তাজা ফ্রুটস বা বরফ মেশানো বিশেষ পানও দরকার হতে পারে। আর এসবই ব্যবসাকে এক্সক্লুসিভ করে তোলে।

ব্যবসায়িক প্ল্যান ও ইনভেস্টমেন্ট

প্রথমে ছোট্ট পরিসরে শুরু করলেও, একবার লোকজনের মন জিতে নিলে ‘পান প্লাজা’ নিজেই একটি ব্র্যান্ড হয়ে দাড়াবে। এই ব্যবসা শুরু করতে প্রাথমিকভাবে ২-৩ লক্ষ টাকার ইনভেস্টমেন্টে লাগতে পারে। তবে যদি আপনি সম্পূর্ণ প্রোডাকশন, ফ্রিজ, ডিসপ্লে ইউনিট, লাইটিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে থাকেন, তাহলে এই খরচ গিয়ে দাঁড়াতে পারে ৫-৭ লক্ষ টাকা পর্যন্ত।

এরফলে প্রতি পান থেকে গড়ে ৭০%-এর বেশি প্রফিট মার্জিন পাওয়া সম্ভব। দিনে যদি ২০০টি পান বিক্রি করা হয়, যার গড় দাম ১০০ টাকা হবপ, তাহলে দৈনিক আয় দাঁড়ায় ২০,০০০ টাকা— অর্থাৎ মাসে প্রায় ৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করা সম্ভব ।

নারীদের জন্য একটি পারফেক্ট ব্যবসার সুযোগ

এই ব্যবসা নারীদের জন্য এক বিশাল সম্ভাবনার দিগন্ত হতে পারে। সাধারণত নারীরা পান দোকানে থাকেন না, তবে ‘পান প্লাজা’ একটি রুচিশীল ও ফ্যামিলি-ফ্রেন্ডলি ব্যবসা হওয়ায় এতে নারীরা সহজেই অংশগ্রহন করতে পারেন।

একদিকে ভালো স্বাদ ও সৌন্দর্যের সংমিশ্রণ যেমন নারীর একটি বিশেষ গুণ হয়ে থাকে, অন্যদিকে কাস্টমার হ্যান্ডলিং-এ তাঁদের দক্ষতা— এই ব্যবসার সফলতার চাবিকাঠি হয়ে উঠতে পারে আপনার জীবনে।

অবসরপ্রাপ্তদের জন্য বিনিয়োগের দারুণ সুযোগ

যাঁরা অবসর গ্রহণ করেছেন বা সরকারি চাকরি থেকে রিটায়ার্ড হয়েছেন, তাঁরাও এই ব্যবসায় বিনিয়োগ করে ভালো মুনাফা ওেতে পারেন।

সময় এখন পান ব্যবসাকে ব্র্যান্ড করার

পরিশেষে বলা যায় পান প্লাজার ব্যবসা কে সাধারণ পানের ব্যবসার সঙ্গে তুলনা করলে হবে না। কেননা এটা একটা এমন ব্যবসা যেখানে আপনার নতুন ব্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে। অন্যান্য নরমাল পান দোকানের থেকে পুরোটাই আলাদা এবং এতে ইনভেস্টমেন্টও অনেক বেশি হবে। তাই যেহেতু বর্তমান সময়ে মানুষ ইউনিক এবং ব্র্যান্ডেড জিনিস বেশি করে পছন্দ করে। আর আপনার হাত ধরে যদি এই ব্র্যান্ডেড ব্যবসা শুরু হয়ে যায় তাহলে ব্যবসা সহজে প্রতিষ্ঠিত হতে পারে।

ডিসকলেমার : আমরা কেবল অনলাইন মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের জন্য এই প্রতিবেদন রচনা করেছি। এটি আমাদের পাঠকদের জন্য উপকারে আসতে পারে সেই কারণে বিস্তারিত ভাবে তুলে ধরা হলো। এই ব্যবসা শুরু করতে হলে আরও বেশি রিসার্চ করে দেখতে হবে।

আরও পড়ুন

কম পুঁজিতে কোম্পানির সঙ্গে ব্যবসা, প্রতি মাসে লক্ষ টাকা আয় সম্ভব! - Generic Aadhaar Franchise Business

Leave a Comment

error: Content is protected !!