চাকরি কিংবা পড়াশোনা, 20,000 মাসিক ইনকাম করুন পার্ট টাইম হিসেবে – Part Time Business Idea

Part Time Business Idea:  বর্তমান সময়ে অনেকেই আছেন যারা চাকরি কিংবা পড়াশোনার পাশাপাশি অতিরিক্ত আয়ের সন্ধান করে থাকেন। আবার অনেকে বিভিন্ন কাজের পাশাপাশি কিছু ইনকাম করতে চান। এবার এই সব ক্ষেত্রেই পার্ট টাইম কাজ বা ব্যবসা একটি দারুণ বিকল্প হতে পারে। কারণ এতে একদিকে সময়ের ব্যয় কম হলেও,  অন্যদিকে উপার্জনের পরিমাণ যথেষ্ট ভালো হতে পারে।

এক্ষেত্রে প্রতিদিন মাত্র ২ থেকে ৩ ঘণ্টা সময় দিলে আপনি মাসে ১০,০০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত আয় করতে পারেন অনায়াসে। বিশেষ করে এই ধরনের কাজ বা ব্যবসা যেকোনো বয়স ও অবস্থানের মানুষের জন্য উপযোগী হতে চলেছে — ছাত্র, গৃহিণী, বেকার বা চাকরিজীবী সকলের জন্যই সম্ভাবনাময়।

সম্পর্কিত পোস্ট

লাভ দ্বিগুণ, এই ব্যবসার চাহিদা সারাজীবন, ৩০ হাজার আয় করুন কাল থেকেই - Evergreen Business Idea

ভিডিও এডিটিংয়ের কাজ: স্মার্টফোনেই গড়ে তুলুন ক্যারিয়ার

যারা ভিডিও তৈরি বা এডিটিং ও সম্পাদনায় আগ্রহী হন, তাদের জন্য ভিডিও এডিটিং হতে পারে লাভজনক একটি ইনকামের সুযোগ। বর্তমান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক রিলস-এর কারণে ভিডিও কনটেন্টের চাহিদা দ্রুত বৃদ্ধি পেয়েই চলেছে। এর ফলে ভিডিও এডিটরদের চাহিদাও বাড়ছে।

এদিকে এই কাজের সবচেয়ে বড় সুবিধা হলো, আপনি চাইলে নিজের স্মার্টফোন দিয়েই এডিটিং এর যাবতীয় কাজ করতে পারেন এবং এতে কোনো ইনভেস্টমেন্ট ের প্রয়োজন হয় না। যদি আপনি ভালো ভিডিও তৈরি করতে পারেন এবং ট্রানজিশন, কালার গ্রেডিং, অডিও ব্যালান্সিং ভালো বোঝেন, তবে বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে যেমন JobHai.com, Freelancer, Fiverr, Upwork ইত্যাদিতে কাজ খুঁজে পেতে পারেন অল্প চেষ্টাতে।

শুধু কাজ খোঁজা নয়, আপনি চাইলে নিজের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ খুলে নিজের ভিডিও দিয়ে নিজেই উপার্জন শুরু করতে পারেন।

কনটেন্ট রাইটিং: শব্দে শব্দে গড়ে তুলুন উপার্জনের পথ

বিশেষ করে যাদের লেখার প্রতি আগ্রহ রয়েছে, তাদের জন্য কনটেন্ট রাইটিং একটি চমৎকার পার্ট টাইম কাজ হতে পারে। বর্তমান সময়ে ইন্টারনেটে যত ওয়েবসাইট বা ব্লগ রয়েছে, তাদের প্রত্যেকেরই নানা সময় প্রয়োজন হয় মানসম্পন্ন কনটেন্ট লেখকের ।

এই কাজের জন্য আপনার শুধু বাংলা বা ইংরেজি যেকোনো ভাষায় লেখার দক্ষতা থাকতে হবে। গুগল সার্চ করে বিভিন্ন বিষয় নিয়ে ভালোভাবে রিসার্চ করে তথ্যপূর্ণ ও ইউনিক আর্টিকেল লিখলেই এই পেশায় সফলতা আসতে পারনেন।

শুধু তাই নয়, আপনি চাইলে নিজের একটি ব্লগ খুলে শুরু করতে পারেন, অথবা কনটেন্ট রাইটিং জব খুঁজে নিতে পারেন যেমন ProBlogger, Internshala, Freelancer, Fiverr ইত্যাদি সাইট থেকে। অনেকে আবার নিউজ সাইট, এফিলিয়েট মার্কেটিং ব্লগ বা রিভিউ ওয়েবসাইটেও লিখে ভালো আয় করতে পারেন।

ভালো কথা হল শুধু ২ ঘণ্টা প্রতিদিন লিখেই অনেকেই মাসে ১৫,০০০ টাকা বা তার বেশি উপার্জন করছেন।

প্যাকিংয়ের কাজ: বাড়িতে বসেই সহজ ইনকামের ব্যবস্থা

যারা বাড়ি থেকে কাজ করতে চান এবং অতিরিক্ত কোনো স্কিল যাদের নেই, তাদের জন্য ঘরে বসে প্যাকিং কাজ একটি ভালো ইনকামের বিকল্প হতে পারে। অনেক ছোট-বড় কোম্পানি রয়েছে, যারা তাদের প্রোডাক্ট যেমন আগরবাতি, চকলেট, জুতো, কসমেটিকস ইত্যাদি প্যাকিংয়ের জন্য ঘরে বসে কাজের সুযোগ করে দিচ্ছে।

বড় কথা হল, এই ধরনের কাজে সময়ও খুব বেশি লাগে না, বরং নির্দিষ্ট কোয়ান্টিটি অনুযায়ী পেমেন্ট করা হয়ে থাকে। এর ফলে আপনি যত বেশি প্যাক করবেন, তত বেশি ইনকাম করতে পারবেন।

এই কাজ খুঁজে পেতে আপনি গুগলে গিয়ে “Agarbatti Packing Work From Home” লিখে সার্চ করতে পারবেন। এরপর Google Maps-এর মাধ্যমে নিকটবর্তী কোম্পানির নাম, ফোন নম্বর ও ঠিকানা খুঁজে বের করে সরাসরি যোগাযোগ করতে পারেন।

এই ধরনের কাজে মাসে ১৫,০০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত আয় করা সম্ভব হতে পারে, তাও সম্পূর্ণ ঘরে বসে।

ছাত্রদের জন্য বিশেষ উপযোগী এই ব্যবসা ও কাজগুলো

অনেক ছাত্র-ছাত্রী রয়েছেন যারা পড়াশোনার পাশাপাশি কিছু অতিরিক্ত আয় করতে চান, কিন্তু ক্লাস ও পরীক্ষার কারণে ফুলটাইম কোনো কাজ করতে অসুবিধা হয়। তাদের জন্য উপরের কাজগুলো বিশেষ উপযোগী।

ভিডিও এডিটিং, কনটেন্ট রাইটিং বা প্যাকিংয়ের কাজ — সবকিছুই ২-৩ ঘণ্টা সময় নিয়ে করা সহজেই এবং বড় কথা হলো এতে ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই। বরং যারা স্মার্টভাবে কাজ করতে পারেন, তাদের জন্য এই কাজগুলো হতে পারে ভবিষ্যতের পূর্ণাঙ্গ ক্যারিয়ার গড়ার মাধ্যম।

অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বাড়িয়ে তুলুন সুযোগ

বর্তমানে কাজ খুঁজে পাওয়াটা আগের চেয়ে অনেক সহজ হয়ে উঠেছে। নিচের প্ল্যাটফর্মগুলোতে আপনি রেজিস্টার করে সহজেই পার্ট টাইম কাজ পেতে পারেন অল্পতেই:

  1. JobHai.com – বিভিন্ন ভিডিও এডিটিং ও লোকাল কাজের জন্য এটা ভালো
  2. Freelancer.com, Fiverr, Upwork – কনটেন্ট রাইটিং, ডিজাইন, ট্রান্সলেশনসহ নানা স্কিল ভিত্তিক কাজ পেতে পারেন
  3.  Internshala – ছাত্রদের জন্য ইন্টার্নশিপ ও পার্ট টাইম কাজের সুযোগ পেতে পারেন
  4. LinkedIn Jobs – প্রফেশনাল কাজের সবচেয়ে ভালো উৎস এটি

গুরুত্বপূর্ণ বিষয় হলো,  শুধু কাজ খোঁজাই নয়, আপনি চাইলে এই নিয়ে নিজেই একটি ছোট ব্যবসা শুরু করতে পারেন। যেমন – টিফিন সার্ভিস, ক্যান্ডেল মেকিং, প্রিন্ট অন ডিমান্ড টি-শার্ট, লোকাল হ্যান্ডিক্রাফট ইত্যাদি ছোট ব্যবসা।

পার্ট টাইম আয় থেকে ফুলটাইম ব্যবসার পথে

অনেক সময় পার্ট টাইম ইনকামই হতে পারে আপনার পূর্ণ সময়ের পূর্ণ কাজও। যেহেতু এই কাজগুলোতে শুরুতে খরচ নেই বললেই চলে , তাই ঝুঁকিও কম থাকে। একবার অভিজ্ঞতা ও রেগুলার ক্লায়েন্ট তৈরি হয়ে গেলে আপনি চাইলে এটাকেই ফুলটাইম ব্যবসা বা পেশা হিসেবে ভালো জায়গায় নিয়ে যেতে পারেন।

উপরের কাজ গুলির মধ্যে বিশেষ করে ভিডিও এডিটিং এবং কনটেন্ট রাইটিং দুইটিই এমন স্কিল যা আপনাকে দেশের বাইরের ক্লায়েন্টদের সাথেও কাজ করার সুযোগ করে দিতে পারে।

আরও পড়ুন

দারুণ ব্যবসা! যত কেনা তত লাভ, মাস গেলে ৬০,০০০ আয় - Profitable Business Idea

Leave a Comment