সরকারের টাকায় নিজের ব্যবসা! ১০-২০ লক্ষ লোন, গ্যারান্টার খোদ মোদি – PM Mudra Loan For Business

আপনি যদি সামনে কোনো ব্যবসা শুরু করতে চলেছেন অথবা পুরোনো কোনো ব্যবসার হয়েছে? তাহলে কেন্দ্র সরকার আপনার জন্য দারুন অফার নিয়ে এসেছে। এবার আপনি সরকারের টাকায় নিজের ব্যবসা করতে পারেন তাও সরকারের গ্যারেন্টার নিয়ে। সবকিছু মিলিয়ে আপনার জন্য এক দারুন সুখবর আসতে চলেছে। যদি আপনি একজন আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই শেষ পর্যন্ত পড়বেন।

 প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (Pradhan Mantri Mudra Yojana বা PMMY) ভারতের ক্ষুদ্র ব্যবসায়ী ও নতুন উদ্যোগপতিদের জন্য একটি ঐতিহাসিক সরকারী সুবিধা হতে চলেছে। ২০১৫ সালের ৮ই এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার এই প্রকল্প চালু করে থাজেন, যার মূল উদ্দেশ্য ছিল ক্ষুদ্র ব্যবসা ও স্টার্টআপকে সহজ শর্তে লোন প্রদান করে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে গরে তোলা।

সম্পর্কিত পোস্ট

মাত্র ২.৫ প্রোডাক্ট ১০ টাকায় বিক্রি! ৪ গুন লাভ, লোক লাইন দিয়ে কিনবে – High Profit Business Idea

এদিকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপি-এর সংকল্পপত্রে প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে এই প্রকল্পের আওতায় এখন ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া সম্ভব হবে, যেখানে আগে সর্বোচ্চ সীমা ছিল ১০ লাখ টাকা দেওয়া হত।

মুদ্রা যোজনার উদ্দেশ্য কী?

এই যোজনার মাধ্যমে দেশের মাইক্রো ইউনিট বা ছোট ব্যবসা, ক্ষুদ্র উদ্যোগ, স্বনিযুক্ত পেশাজীবী ও চাকরি ছেড়ে ব্যবসা শুরু করতে ইচ্ছুক এমন মানুষদের ব্যাঙ্ক থেকে গ্যারান্টি-ছাড়া ও জামানতবিহীন ঋণ দেওয়া দেবে সরকার।

বিশেষকরে যাঁদের মূলধন নেই কিন্তু ব্যবসা করার ইচ্ছা আছে, তাঁদের জন্যই এই স্কিম আনা হয়েছে। এতে সহজে ও স্বল্প সুদে ব্যাঙ্ক লোন দেওয়া হয়ে থাকে, যাতে ব্যবসার শুরু বা সম্প্রসারণ সম্ভব হয়।

মুদ্রা লোন কত প্রকার হয়?

মুদ্রা যোজনার অধীনে তিন ধরনের লোন প্রদান করা হয়ে থাকে, ব্যবসার ধরণ ও প্রয়োজন অনুসারে:

১. শিশু (Shishu)

  • ঋণের পরিমাণ: সর্বোচ্চ ₹৫০,০০০ টাকার মধ্যে থাকে
  • যাঁরা নতুন ব্যবসা শুরু করতে চান বা ক্ষুদ্র পরিসরে চলতি ব্যবসা পরিচালনা করেন, তাঁদের জন্য এই ক্যাটাগরির লোন প্রযোজ্য ।
  • এক্ষেত্রে সাধারণত নথি কম লাগে।

২. কিশোর (Kishor)

  • এক্ষেত্রে লোনের পরিমাণ: ₹৫০,০০১ থেকে ₹৫,০০,০০০ পর্যন্ত হয়ে থাকে
  • চলমান ব্যবসার সম্প্রসারণ বা নতুন মেশিনারিজ, ইনভেন্টরি কিনতে এই লোন নেওয়া হয়ে থাকে।

৩. তরুণ (Tarun)

  • এখানে লোনের পরিমাণ: ₹৫,০০,০০১ থেকে ₹২০,০০,০০০ পর্যন্ত (নতুন সীমা)
  • ব্যবসা বড় করতে বা বড় পরিসরে প্রজেক্ট শুরু করতে এই লোন সুবিধাজনক হতে পারে।

নতুন নিয়মে কী কী সুবিধা থাকছে?

  1. আগে যেখানে ১০লাখ ছিল সেই লোনের পরিমাণ দ্বিগুণ করে ২০ লাখ টাকা পর্যন্ত করা হয়েছে।
  2. মুদ্রা লোনের জন্য কোনো গ্যারান্টি বা জামানত প্রয়োজন হবপ না খোদ সরকার।
  3. ৫০ হাজার টাকা পর্যন্ত লোনের ক্ষেত্রে কোনো প্রসেসিং ফিও লাগবেনা
  4. এর বেশি ঋণের জন্য ০.৫০% হারে প্রসেসিং ফি জমা করতে হবে ।
  5. সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া অনলাইন বা অফলাইন উভয়ভাবেই করা সম্ভব।
  6. লোনের গ্রহণের পর ব্যবসা পরিচালনার জন্য টেকনিক্যাল সহায়তাও দেওয়া হয়।

কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন?

মুদ্রা লোন প্রকল্পের সুবিধা নিতে চাইলে আপনাকে নিচের শর্তগুলো পূরণ করতে হবে:

  • আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে।
  • বয়স থাকতে হবে ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে
  • আপনি স্বনিযুক্ত পেশায় বা ক্ষুদ্র ব্যবসায় যুক্ত হতে চান বা ইতিমধ্যে ব্যবসা চালাচ্ছেন তাহলে ।
  • পূর্বে নেওয়া লোন যদি রেগুলার না থাকে বা এনপিএ থাকে, তাহলে লোন অনুমোদন পেতে সমস্যা হতে পারে।
  • এখানে আবেদনকারীকে ব্যবসার পরিকল্পনা বা প্রজেক্ট রিপোর্ট জমা দিতে হতে পারে।
  • যাঁরা দোকান, ফ্যাক্টরি, ম্যানুফ্যাকচারিং ইউনিট, সার্ভিস বেসড প্রজেক্ট চালু করতে চান, তাঁরা এখানে আবেদন করতে পারবেন।

আবেদন করতে কী কী নথিপত্র লাগবে?

নিচের ডকুমেন্টগুলো সাধারণভাবে লাগবে:

  1. পরিচয়পত্র: আধার কার্ড / প্যান কার্ড / ভোটার কার্ড ইত্যাদি
  2. বাসস্থানের প্রমাণ: বিদ্যুৎ বিল / রেশন কার্ড / বাড়ির রেজিস্ট্রেশন কপি ইত্যাদি
  3. ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট (শেষ ১২ মাসের)
  4. ব্যবসার প্রমাণপত্র: ট্রেড লাইসেন্স / GST নম্বর (যদি থাকে) ইত্যাদি
  5. আয়ের প্রমাণ: IT রিটার্ন / ইনকাম সার্টিফিকেট প্রমাণ
  6. ব্যবসার জন্য প্রজেক্ট রিপোর্ট বা প্ল্যান জমা করা
  7. পাসপোর্ট সাইজ ছবি ও মোবাইল নম্বর থাকতে হবে 

কীভাবে আবেদন করবেন মুদ্রা যোজনার অধীনে?

প্রথমে অফলাইনে আবেদন:

১. আপনার নিকটবর্তী যেকোনো সরকারি / প্রাইভেট ব্যাঙ্ক শাখায় যেতে হবে যেমন- (SBI, PNB, Bank of Baroda, HDFC, Axis ইত্যাদি)।

২. মুদ্রা লোন ফর্ম সংগ্রহ করতে হবে।

৩. আপনার ব্যবসার উদ্দেশ্য ব্যাখ্যা করে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে।

৪. ব্যাংক কর্তৃপক্ষ আপনার আবেদন মূল্যায়ন করে অনুমোদন দিলে টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।

অনলাইনে আবেদন:

১. https://www.udyamimitra.in ওয়েবসাইটে যেতে হবে

২. এরপর “Apply Now” অপশনে ক্লিক করতে হবে।

৩. নিজের নাম, মোবাইল, আধার, ব্যবসার ধরণ অনুযায়ী ডিটেইলস দিতে হবে।

৪. প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।

৫. নিজের কাছের ব্যাঙ্ক সিলেক্ট করুন ও আবেদন জমা দিতে হবে।

৬. রেফারেন্স নম্বর সংরক্ষণ করুন এবং আবেদন স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন।

সুদের হার কত?

সুদের হার নির্ভর করে বিভিন্ন ব্যাঙ্ক ও আবেদনকারীর ক্রেডিট প্রোফাইলের এর উপর ভিত্তি করে। সাধারণত এটি হয়:

  • ৮% থেকে ১২% এর মধ্যে হয়ে থাকে
  • শিশু লোনে কম সুদ, তরুণ লোনে তুলনামূলক বেশি হয়

অনেক সময় সরকারি ভর্তুকি বা সুদে ছাড়ও দেওয়া হয় থাকে কিছু ক্যাটাগরির জন্য (মহিলা উদ্যোক্তা, পিছিয়ে পড়া এলাকা ইত্যাদি)।

মুদ্রা যোজনায় কেন আবেদন করবেন?

  • জামানত ছাড়াই লোন পাওয়া সম্ভব এখানে
  • নতুন ব্যবসার জন্য সহজ শুরু হবে
  • সরকারি স্কিমে থাকা মানে বিশ্বাসযোগ্যতা ও সাপোর্ট পাওয়া যাবে
  • স্বনির্ভর হওয়ার সুযোগ থাকবে
  • মেয়েদের জন্য আলাদা সুবিধা পানেন
  • প্রান্তিক মানুষের আর্থিক উন্নয়ন হবে

তাই পরিশেষে বলা যায় প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে যদি আপনি একবার লোন নিতে পারেন তাহলে পরবর্তীতে লোন নেওয়া আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। আর সব থেকে বড় বিষয় হলো এখানে আপনি গ্যারান্টা ছাড়াই লোন নিতে পারবেন এবং সুদের হার অন্যান্য লোনের থেকে কম হবে। সবকিছু মিলে এক ক্ষুদ্র ব্যবসায়ী কিংবা নতুন উদ্যোক্তাদের জন্য এটি দারুন সুযোগে চলেছে। আপনি যদি এই লোন নিতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

আরও পড়ুন

কম পুঁজিতে কোম্পানির সঙ্গে ব্যবসা, প্রতি মাসে লক্ষ টাকা আয় সম্ভব! - Generic Aadhaar Franchise Business

Leave a Comment

error: Content is protected !!