PMVBRY Scheme 2025: বেকার যুবক যুবতীদের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আসলো এক দারুণ খবর! এবার প্রথমবার কাজে যোগ দেওয়া তরুণ-তরুণীরা পাচ্ছেন ₹১৫,০০০ টাকা আর্থিক অনুদান, এই টাকা সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। PMVBRY Scheme 2025 বা প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা নামে এই স্কিমটি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই স্বাধীনতা দিবসের দিন, দিল্লির লালকেল্লা থেকে ভাষণ দেওয়ার সময়।
এই নতুন প্রকল্প শুধুমাত্র চাকরিপ্রার্থীদের জন্য নয়, বরং চাকরিদাতা সংস্থাগুলোর জন্যও অনেক দিক থেকে লাভজনক। সরকার জানিয়েছে, এই স্কিমের আওতায় ২ বছরে ৩.৫ কোটি নতুন চাকরি সৃষ্টি হবে এবং এর জন্য ১ লক্ষ কোটি টাকার বাজেট বরাদ্দ রাখা হয়েছে।
এই স্কিমের মূল উদ্দেশ্য কী?
PMVBRY Scheme 2025 চালুর মূল লক্ষ্য হলো—
- দেশের যুবসমাজকে প্রথম কাজের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে
- চাকরিদাতা সংস্থাগুলোকে নতুন কর্মী নিয়োগে উৎসাহিত করা হবে
- কর্মসংস্থানের হার বৃদ্ধি করে ভারতের অর্থনৈতিক কাঠামোকে আরও মজবুত করার লক্ষ্যে
- উৎপাদন খাতে বিশেষ গুরুত্ব দিয়ে শিল্প ও ব্যবসার প্রসারে সহায়তা করবে
এই যোজনার মাধ্যমে প্রথমবার চাকরি পাওয়া একজন তরুণ-তরুণী ৬ মাস এবং ১২ মাস পূর্ণ হওয়ার পর দুটি কিস্তিতে ₹১৫,০০০ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে।
কারা এই স্কিমের আওতায় পড়বেন?
প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার সুবিধা পেতে হলে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। যেমন:
- ১ আগস্ট ২০২৫ অথবা তার পরে যদি আপনি প্রথম কাজে যোগ দিলে, তাহলে আপনি এই স্কিমের জন্য যোগ্য হবেন।
- এর আগে যদি আপনি চাকরি করে থাকেন, তাহলল আপনি এই সুবিধা পাবেন না।
- আবেদনকারীর মাসিক বেতন ₹১ লক্ষ টাকার নিচে হতে হবে।
- ৬ মাস পর্যন্ত একটানা কাজ করলে প্রথম কিস্তিতে ₹৭,৫০০ দেওয়া হবে
- পরবর্তী ৬ মাস (মোট ১২ মাস) কাজের পর দ্বিতীয় কিস্তিতে ₹৭,৫০০ প্রদান করা হবে।
- দ্বিতীয় কিস্তি পাওয়ার জন্য একজন কর্মীকে “Financial Literacy Course” (আর্থিক সাক্ষরতা কোর্স) সম্পন্ন করা দরকার।
- যদি কেউ ৫ মাসের মধ্যে চাকরি ছেড়ে দেন, তিনি এক্ষেত্রে কোনও কিস্তিই পাবেন না।
আবেদন প্রক্রিয়া কীভাবে করবেন?
যেহেতু এই স্কিমটি নতুন কাজল যোগ দেওয়া কর্মীদের জন্য চালু করা হয়েছে, তাই আপনার পক্ষ থেকে আলাদা করে কোনও আবেদন করার দরকার নেই।
পুরো প্রক্রিয়া এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে:
- আপনার কোম্পানি বা চাকরিদাতা সংস্থাই অফিসিয়াল পোর্টালে আপনার তথ্য আপলোড করে থাকবে
- আপনি শুধু আপনার UAN (Universal Account Number) তৈরি করে উমঙ্গ অ্যাপ (UMANG App)-এ ফেস অথেনটিকেশন করে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিবেন
- PF (Provident Fund) অ্যাকাউন্ট তৈরি হলেই স্কিমের জন্য আপনি স্বয়ংক্রিয়ভাবে যোগ্য হবেন
- টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে DBT (Direct Benefit Transfer) মাধ্যমে
UMANG App-এ রেজিস্ট্রেশন পদ্ধতি (স্টেপ-বাই-স্টেপ)
- আপনার স্মার্টফোনে UMANG App ডাউনলোড করতে হবে
- “EPFO Services” অপশন সিলেক্ট করতে হবে
- “UAN Registration” এ ক্লিক করে Face Authentication Technology (FAT) ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে হবে
- আধার কার্ড ও মোবাইল OTP এর মাধ্যমে ভেরিফাই করতে হবে
- UAN সফলভাবে তৈরি হলে আপনি এই স্কিমের আওতায় চলে আসবেন
নিয়োগকর্তার দায়িত্ব কী?
PMVBRY Scheme-এ নিয়োগকর্তারাও বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাঁদের করণীয়:
- নতুন কর্মীদের তথ্য সরকার নির্ধারিত পোর্টালে আপলোড করবে
- প্রতি মাসে ECR (Electronic Challan-cum-Return) ফাইল জমা দিতে হবে
- কর্মীদের UAN ও PF অ্যাকাউন্ট তৈরি করে দেওয়ার কাজ
- কর্মী যদি নিয়মিত কাজ করেন, নিয়োগকর্তারাও প্রতি মাসে ₹১,০০০ থেকে ₹৩,০০০ টাকা পর্যন্ত অনুদান পেয়ে যাবেন
- এই ইনসেনটিভ ৪ বছর পর্যন্ত চালু থাকবে
নিয়োগকর্তার জন্য ইনসেনটিভ
কর্মী সংখ্যা | নতুন নিয়োগ প্রয়োজন | মাসিক ইনসেনটিভ |
---|---|---|
৫০ জনের নিচে | কমপক্ষে ২ জন | ₹১,০০০-₹৩,০০০ প্রতিকর্মী |
৫০ বা তার বেশি | কমপক্ষে ৫ জন | ₹১,০০০-₹৩,০০০ প্রতিকর্মী |
এই প্রণোদনা মূলত উৎপাদন, ম্যানুফ্যাকচারিং ও সেবামূলক খাতে দেওয়া হবে।
টাকা কবে ও কীভাবে পাবেন?
- প্রথম কিস্তি (₹৭,৫০০) পাবেন ৬ মাসের কাজের পরে দেওয়া হবে
- দ্বিতীয় কিস্তি (₹৭,৫০০) পাবেন আরও ৬ মাস পর + Financial Literacy Course সম্পন্ন করার ঠিক পরে
- টাকা DBT এর মাধ্যমে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে
- মোবাইলে SMS ও ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন আসবে
এই স্কিমের মাধ্যমে কাদের সবচেয়ে বেশি উপকার হবে?
- সদ্য গ্র্যাজুয়েট হয়ে যাঁরা চাকরি শুরু করছেন তাদের জন্য
- যাঁরা প্রথমবার PF রেজিস্ট্রেশন করাচ্ছেন তাদের জন্য
- ছোট ও মাঝারি শিল্প সংস্থার কর্মচারীদের জন্য
- উৎপাদন, কারখানা, রিটেল, সেলস, টেলিকম, সিকিউরিটি সার্ভিস ইত্যাদি খাতে কর্মরত তরুণরা
গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে
বিষয় | তথ্য |
---|---|
স্কিমের নাম | প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা (PMVBRY) |
লঞ্চ তারিখ | ১৫ আগস্ট ২০২৫ থেকে |
মোট বাজেট | ₹১ লক্ষ কোটি টাকা পর্যন্ত |
সুবিধাভোগী | নতুন চাকরি পাওয়া তরুণ-তরুণীরা |
সর্বোচ্চ সুবিধা | ₹১৫,০০০ (দুটি কিস্তিতে) |
আবেদন কিভাবে করবেন | উমঙ্গ অ্যাপে রেজিস্ট্রেশন, PF অ্যাকাউন্ট ও UAN তৈরি |
নিয়োগকর্তার ইনসেনটিভ | ₹১,০০০-₹৩,০০০ প্রতি কর্মী |
সুবিধা প্রদানের পদ্ধতি | সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT মাধ্যমে |
প্রধানমন্ত্রীর বিকশিত ভারত রোজগার যোজনা (PMVBRY Scheme 2025) দেশের যুব সমাজের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ হতে চলেছে। যারা নতুন করে কর্মজীবনে পা রাখতে চলেছেন, তাঁদের আর্থিক সহায়তা ও মানসিক উৎসাহ দিতে এই প্রকল্প অপরিসীম ভূমিকা পালন করল থাকবে। একই সঙ্গে, নিয়োগকর্তারাও এই স্কিমের আওতায় নতুন নিয়োগ করতে উৎসাহী হতে পারেন।

NJ Team Writes content for 5 years. I have well experience in writing content in different niches. Please follow us regularly for getting genuine and authentic information.