SBM Registration 2025: সাধারণত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দেশবাসীর জন্য সব সময় বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে আসে। কিন্তু এবার কেন্দ্র সরকার তার আগের প্রকল্পের ফের এক পুনর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে। এই প্রকল্পটি হলো স্বচ্ছ ভারত অভিযানের একটি বিশেষ অংশ যার মাধ্যমে শৌচালয়ের জন্য অনুদান দেওয়া হয়ে থাকে। এবার আপনি যদি দীর্ঘদিন ধরে এই প্রকল্পের অপেক্ষায় থাকেন তাহলে এই সুযোগ আপনার জন্য।
আমাদের দেশে যাদের বাড়িতে এখনও পাকা টয়লেট নেই, তাদের জন্য বড় সুযোগ এসে গেলো।জানা গিয়েছে কেন্দ্র সরকার আবার চালু করতে চলেছে স্বচ্ছ ভারত মিশন ২.০ (SBM 2.0) প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে সরকার প্রতিটি যোগ্য পরিবারকে ১২,০০০ টাকা করে দিচ্ছে যাতে তারা নিজেদের বাড়িতে পাকা শৌচালয় বানাতে পারেন তারা।
আরও জানা যায় এই টাকা সরাসরি ব্যাঙ্কে দেওয়া হবে। আবেদন করার প্রক্রিয়া পুরো অনলাইনে হনে, মোবাইল বা কম্পিউটার দিয়ে ঘরে বসেই আবেদন করা যাবে। আসুন তাহলে আজকের প্রতিবেদনে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক –
এই প্রকল্পের মূল উদ্দেশ্য
- দেশের সব পরিবারে পাকা টয়লেট পৌঁছে দেওয়া
- খোলা জায়গায় মলত্যাগ বন্ধ করানো
- মহিলাদের নিরাপত্তা ও সম্মান বজায় রাখা অন্যতম লক্ষ্য
- গ্রামের স্বাস্থ্য পরিষেবা ভালো করা দরকার
- পরিস্কার-পরিচ্ছন্নতা বাড়ানোর জন্য
কী সুবিধা পাওয়া যাবে?
- কেন্দ্র সরকার ১২,০০০ টাকা দেবে ফ্রি শৌচালয় বানানোর জন্য প্রদান করবে
- এই টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে
- যাদের বাড়িতে এখনো টয়লেট নেই, তারাই এই সুবিধা পাবেন
- এর ফলে মেয়েরা আর খোলা জায়গায় শৌচ করতে যাবে না – এতে সম্মান ও নিরাপত্তা দুটোই বাড়বে
- গরিব ও অসহায় পরিবারের জন্য বড় সাহায্য হবে
- গরম/বর্ষায় বা রাতে বাইরে যাওয়া বন্ধ করা
- রোগবালাই কমবে, যেমন ডায়রিয়া, টাইফয়েড ইত্যাদি
কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন?
- যিনি আবেদন করবেন, তাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে
- যাদের বাড়িতে পাকা শৌচালয় নেই, তারাই এই সুবিধা পাবেন
- পরিবারের মাসিক আয় ১৫,০০০ টাকা বা তার কম হলে এই সুবিধা পাওয়া যাবে
- পরিবারের কেউ সরকারি চাকরি করলে এই প্রকল্পে আবেদন করা যাবে না বলে জানা যায়
- আয়করদাতা হলে এই সুবিধা পাবেন না
- আবেদনকারীর বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে
- আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক আবশ্যিক
আবেদন করার জন্য যা যা লাগবে (প্রয়োজনীয় কাগজপত্র)
- আধার কার্ড
- বাসিন্দা প্রমাণ (যেমন রেশন কার্ড বা বিদ্যুৎ বিল)
- রেশন কার্ড
- ব্যাঙ্কের পাসবুকের কপি
- মোবাইল নম্বর (যেটা আধারে লিঙ্ক আছে)
- রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি
কীভাবে অনলাইনে আবেদন করবেন?
১. প্রথমে যেতে হবে: swachhbharatmission.gov.in এই ওয়েবসাইটে
২. সেখানে গিয়ে “Application for IHHL” অপশন সিলেক্ট করতে হবে
৩. Citizen Registration সেকশনে গিয়ে নিজের নাম, ঠিকানা, জেলা, মোবাইল নম্বর, পিন কোড ইত্যাদি দিয়ে ফিলাপ করতে হবে
৪. রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি পেয়ে যাবেন লগইন ID ও পাসওয়ার্ড
৫. এবার লগইন করে “New Application” বেছে নিন এবং আবেদন ফর্ম পূরণ করে নিবেন
৬. সব কাগজ স্ক্যান করে আপলোড করবেন
৭. সব ঠিকঠাক থাকলে Submit বাটনে ক্লিক করে প্রিন্ট আউট বের করে নিবেন
টাকা পাওয়ার নিয়ম
- এরপর আবেদন যাচাইয়ের জন্য লোক আসবে
- সব ঠিক থাকলে প্রথম কিস্তিতে ৬,০০০ টাকা পেয়ে যাবেন
- টয়লেট নির্মাণ শুরু হলে দ্বিতীয় কিস্তিও পেয়ে যাবেন
কিছু সাধারণ প্রশ্ন
প্রশ্ন: আবেদন করতে টাকা লাগে?
উত্তর: না, একদম ফ্রিতে আবেদন করা যায়
প্রশ্ন: আবেদন করার শেষ তারিখ কবে?
উত্তর: নির্দিষ্ট দিন নেই, কিন্তু যত তাড়াতাড়ি করবেন তত ভালো হবে
প্রশ্ন: যদি কেউ নিজের খরচে টয়লেট বানায়, পরে টাকা পাবে?
উত্তর: হ্যাঁ, ছবি ও প্রমাণ দিলে টাকা পাওয়া সম্ভব
পরিশেষে বলা যায়, এই স্বচ্ছ ভারত মিশন ২.০ (SBM 2.0) যোজনা গরিব পরিবারগুলোর জন্য বড় সাহায্যের হাত বাড়িয়ে দেয়। পাকা টয়লেট থাকলে শুধু স্বাস্থ্য ভালো হয় না, নারীদের নিরাপত্তা, সম্মান ও সুবিধা অনেকটাই রক্ষা পাই।তাই যদি আপনার বা পাশের কারো বাড়িতে এখনও শৌচালয় না থেকে থাকে, তাহলে দেরি না করে আজই আবেদন করতে পারেন। টাকা পেয়ে বাড়িতেই টয়লেট তৈরি করার সুযোগ পাবেন।

NJ Team Writes content for 5 years. I have well experience in writing content in different niches. Please follow us regularly for getting genuine and authentic information.