মমতা দিচ্ছে ৫০০০ টাকা! রাজ্যের মহিলাদের জন্য ফের সুসংবাদ – WB Govt Jago Scheme

WB Govt Jago Scheme: রাজ্যের মহিলাদের জন্য দারুন সুখবর। এবার লক্ষীর ভান্ডার অতীত! কেননা রাজ্যের মহিলাদের দেওয়া হচ্ছে লক্ষীর ভান্ডার থেকে বেশি টাকা এই প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পে আবেদন করলে পেয়ে যাবেন 5000 টাকা। শুনতে অবাক লাগলো, এটাই সত্যি! রাজ্য সরকার এবার মহিলাদের জন্য এমন এক প্রকল্প নিয়ে এসেছে, যার মাধ্যমে পাওয়া যাবে 5000 টাকা। রাজ্যের যে কোন প্রাপ্ত থেকে অর্থাৎ যেকোনো জেলা থেকে এই সুযোগ পেয়ে যেতে পারেন।

শুধু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলেই আপনার জন্য রয়েছে দারুন সুযোগ। তাহলে আর দেরি না করে, আজকে এই প্রতিবেদনে সংশ্লিষ্ট প্রকল্প সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক

সম্পর্কিত পোস্ট

গুগল থেকে ঘরে বসে মাসে ₹৫০,০০০ আয়ের সুযোগ, দেখুন ৪টি সেরা আইডিয়া - Google Income Idea

পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য রাজ্য সরকার স্বাস্থ্যসাথী, লক্ষীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী—এই সব জনপ্রিয় প্রকল্পের পর এবার এসেছে আরও একটি বড় ঘোষণা । এবার ‘জাগো’ প্রকল্প (JAGO Scheme) এর মাধ্যমে রাজ্যের মহিলারা এককালীন ₹৫০০০ আর্থিক সহায়তা পেতে চলেছেন।

লক্ষীর ভান্ডারের থেকেও বেশি সুবিধা

বর্তমানে যেখানে লক্ষীর ভান্ডার প্রকল্পে মহিলারা মাসিক ₹১০০০ বা ₹১২০০ করে পান, সেখানে জাগো প্রকল্পে সরাসরি ₹৫০০০ টাকা দেওয়া হবে এককালীন। এই অর্থ কেবল একবার পাওয়া যাবে এবং এতে কোনও মাসিক কিস্তির ঝামেলা নেই।

লক্ষীর ভান্ডারের অন্যতম সীমাবদ্ধতা হল — বয়সের শর্ত যা নিদিষ্ট করা রয়েছে। সেখানে নির্দিষ্ট বয়সসীমা থাকা সত্ত্বেও জাগো প্রকল্পে বয়সের ক্ষেত্রে কোনও বাধা নেই, শুধু প্রার্থীকে প্রাপ্তবয়স্ক (১৮+) হতে হবে।

‘জাগো’ প্রকল্পের মূল লক্ষ্য

এই প্রকল্পের মূল উদ্দেশ্য মহিলাদের আর্থিকভাবে সক্ষম করে তোলা এবং স্বনির্ভর গোষ্ঠীর (Self Help Group) কার্যক্রমকে আরও শক্তিশালী করে গড়ে তোলা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই প্রকল্প বিশেষ করে সেই মহিলাদের জন্য যারা কোনও না কোনও স্বনির্ভর দলের সঙ্গে যুক্ত রয়েছেন।

কারা এই সুবিধা পাবেন?

এই প্রকল্পের আওতায় আসতে হলে কিছু যোগ্যতা পূরণ করতে হবে —

  • অবশ্যই আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • প্রার্থীর ১৮ বছরের বেশি বয়স থাকতে হবে 
  • আবেদনকারীর নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং কমপক্ষে ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট থাকা জরুরি।
  •  পাশাপাশি প্রার্থী অবশ্যই স্বনির্ভর দলের (SHG) সদস্য হতে হবে এবং ওই দলের বয়স অন্তত ১ বছর হতে হবে।
  • ওই দলের পূর্বে কোনও লোন লেনদেন থাকতে হবে (অ্যাকটিভ ফাইনান্সিয়াল হিস্ট্রি)।

আবেদন প্রক্রিয়া — ধাপে ধাপে

  1. আবেদন করতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন: https://shgsewb.gov.in/svskp/home
  2. রেজিস্ট্রেশন করুন: প্রথমবার আবেদন করলে নতুন রেজিস্ট্রেশন করে শুরু করতে হবে।
  3. আবেদন ফর্ম পূরণ করুন: আপনার ব্যক্তিগত তথ্য, ব্যাংক ডিটেলস, স্বনির্ভর দলের তথ্য এবং প্রয়োজনীয় নথি সঠিকভাবে পূরণ করে জমা করতে হবে।
  4. ডকুমেন্ট আপলোড করুন: আধার কার্ড, ভোটার আইডি, ব্যাংক পাসবুক কপি, স্বনির্ভর দলের সার্টিফিকেট ইত্যাদি আপলোড করা দরকার।
  5. আবেদন সাবমিট করুন: সমস্ত তথ্য যাচাই করে সাবমিট বোতামে ক্লিক করে আবেদন করুন।
  6. স্ট্যাটাস চেক করুন: আবেদন সফল হলে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওয়েবসাইটে গিয়ে আবেদন স্ট্যাটাস দেখা যাবে।

প্রয়োজনীয় নথিপত্রের তালিকা

  1. আধার কার্ড
  2. ভোটার আইডি কার্ড
  3. ব্যাংক পাসবুক ও ৬ মাসের স্টেটমেন্ট
  4. স্বনির্ভর দলের সদস্যপদ প্রমাণপত্র
  5. দলের পূর্ব লোন লেনদেনের রেকর্ড

জাগো প্রকল্পের সারসংক্ষেপ — টেবিল আকারে

বিষয়বিস্তারিত বিবরণ
প্রকল্পের নামজাগো প্রকল্প (JAGO Scheme)
অর্থের পরিমাণএককালীন ₹৫,০০০ টাকা
প্রাপকপশ্চিমবঙ্গের ১৮+ বয়সী মহিলা, SHG সদস্য
বয়সসীমান্যূনতম ১৮ বছর, সর্বোচ্চ সীমা নেই
আবেদন মাধ্যমঅনলাইনে আবেদন করতে হবে
অফিসিয়াল ওয়েবসাইটshgsewb.gov.in
অতিরিক্ত শর্তঅন্তত ১ বছরের পুরনো SHG সদস্যপদ ও লেনদেনের ইতিহাস থাকা আবশ্যক

কেন এই প্রকল্প আলাদা?

  • এখানে বয়সসীমার বড় বাধা নেই
  • এককালীন বড় অঙ্কের আর্থিক সহায়তা মিলবে
  • সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া হবে
  • স্বনির্ভর গোষ্ঠীর শক্তিশালীকরণ
  • মহিলাদের উদ্যোক্তা হওয়ার প্রেরণা দেয়

অন্যান্য সরকারি প্রকল্পের সঙ্গে তুলনা

পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের জন্য ইতিমধ্যে বহু প্রকল্প চালু করেছে। নিচে একটি তুলনামূলক টেবিল দেওয়া হল —

প্রকল্পের নামঅর্থের পরিমাণঅর্থপ্রদানের ধরনবয়সসীমা
লক্ষীর ভান্ডার₹১,০০০ – ₹১,২০০ (মাসিক)মাসিকনির্দিষ্ট
কন্যাশ্রী₹২৫,০০০ (এককালীন)এককালীননির্দিষ্ট
রূপশ্রী₹২৫,০০০ (বিবাহে)এককালীননির্দিষ্ট
জাগো প্রকল্প₹৫,০০০ (এককালীন)এককালীন১৮+ যেকোনও বয়স

 

পরিশেষে বলা যায়, রাজ্যের ‘জাগো’ প্রকল্প মহিলাদের জন্য একটি বড় সুযোগ হতে চলেছে। বিশেষত যারা স্বনির্ভর গোষ্ঠীতে যুক্ত রয়েছেন, তাদের জন্য এই আর্থিক সহায়তা নতুন উদ্যোক্তা প্রকল্প শুরু করা বা ব্যক্তিগত চাহিদা মেটানোর ক্ষেত্রে সহায়ক হতে চলেছে।
পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের আর্থিক ও সামাজিক ক্ষমতায়নে আরও এক ধাপ এগিয়ে থাকবে।

আরও পড়ুন

মাত্র ১১ টাকায় আনলিমিটেট ফ্রী দিচ্ছে জিও, হাতছাড়া না করে দেখেনিন - Jio Unlimited Offer

Leave a Comment